আপনার হেডফোন দীর্ঘদিন ভালো রাখার সহজ কিছু উপায়, দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

অবসর সময় কাটাতে অনেকেই বিনোদনের অনুষঙ্গ হিসেবে গান শোনেন কিংবা সিনেমা দেখেন। আর এর জন্য আশেপাশের মানুষ যাতে বিরক্ত না হন তাই হেডফোন ব্যবহার করেন। এছাড়াও বর্তমান যুগে প্রেমিক যুগলরা কথা বলার জন্য হেডফোন ব্যবহার করেন। তাইতো প্রেমের মতো হেডফোনেরও যত্ন নেয়া চাই।

হেডফোন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হেডফোন ব্যবহারের একটু সচেতন হলেই এ সমস্যা এড়াতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক হেডফোনকে ভালো রাখার কিছু সহজ টিপস-

>> ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।

>> অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

>> যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তাহলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন।

>> ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনোই হেডফোন প্যাক করা উচিত নয়। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

>> ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।

Related News