আপনার সন্তান মিথ্যা বলছে কিনা বুঝবেন যেভাবে! অবশ্যই জেনেনিন

Written by News Desk

Published on:

প্রত্যেক বাবা-মা চান তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কিন্তু কিছু অসতর্কতার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার সন্তান বুঝে কিংবা না বুঝেই অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে। যা আপনি খুব সাধারণভাবেই মেনে নেন।
তবে সেই মিথ্যা কথা বলা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলেই বিপদ! সঠিক সময়ে এর প্রতিকার না করতে পারলে সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সন্তানের কয়েকটি লক্ষণ দেখলেই মা-বাবা বুঝতে পারবেন যে সন্তান মিথ্যা কথা বলছে। চলুন এবার জেনে নেয়া যাক সেসব লক্ষণগুলো সম্পর্কে-

>> অস্থিরতা মিথ্যা বলার একটি অন্যতম উদাহরণ। শিশু মিথ্যা বললে তার মধ্যে অস্থির ভাব ফুটে উঠবে।

>> মিথ্যা বললে স্বাভাবিক গলার স্বর পরিবর্তন হয়ে যাবে। অন্যান্য সময় সে যেভাবে কথা বলে ওই সময় সেভাবে বলবে না।

>> আপনার সন্তান যদি এমনিতে খুব বেশি কথা না বলে আর নির্দিষ্ট সময় বেশি কথা বলে, তাহলে বুঝতে হবে সে মিথ্যা বলছে।

>> শিশু যদি মিথ্যা বলে তাহলে আত্মরক্ষামূলক বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে।

>> শিশুরা যদি মিথ্যা বলে, তবে যা বলছে তা পুনরায় বলবে- অর্থাৎ বারবার বলার চেষ্টা করবে। এই দেখে আপনি ধারণা নিতে পারেন।

>> আপনার বাচ্চা যখনই মিথ্যা বলবে সে স্বাভাবিকভাবে কথা বলবে না, বরং তোতলাবে। কারণ মিথ্যা বলার সময় সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে না।

>> যখনই শিশু মিথ্যা বলবে সে চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে না। আপনি চোখ দেখলেই বুঝতে পারবেন আপনার সন্তান মিথ্যা নাকি সত্য বলছে।

Related News