ছেলেদের ত্বক ও চুলের যত্ন যা যা করণীয়, জেনেনিন অবশ্যই

বাইরের ধুলাবালি, সারা দিনের কাজের চাপ আর খাবারের কারণেও ত্বকের নানা সমস্যার সম্মুখীন হতে হয় ছেলেদের। এ ছাড়া ঋতুভেদে শীতের এ সময়েও পুরুষের ত্বকে ব্রণসহ র‌্যাশ, কালচে দাগ কিংবা পা ফাটার মতো রুক্ষতা আর মলিনতা ধরা দেয় ত্বকে। খুব সহজেই ঘরে বসে কীভাবে ত্বকের যত্ন নেওয়া সম্ভব তাই জানিয়েছেন রেড বিউটি স্যালুনের স্বত্বাধিকারী আফরোজা পারভীন।

ছেলেদের ত্বক তুলনামূলক বেশ রুক্ষ হয়ে থাকে। তাই পুরুষের ত্বক খুব তাড়াতাড়ি তার মলিনতা হারিয়ে ফেলে। আর এ ক্ষেত্রে ত্বকের পাশাপাশি তা ফুটে ওঠে হাতে এবং পায়ে। ত্বকের রুক্ষতার ক্ষেত্রে সবেচেয়ে বেশি চোখে পড়ে পা ফাটার মতো সমস্যাটি। তাই বাইরে থেকে বাসায় ফেরার পর হালকা গরম জলে পা পরিষ্কার করে নিলে কিংবা সাবান দিয়ে ভালো করে ম্যাসাজ করে পরিষ্কার করে নিলে বেশ ভালো উপকার পাওয়া সম্ভব। এ ছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে মোটা করে পেট্রোলিয়াম জেলি পা ফাটার জায়গায় প্রলেপ আকারে লাগিয়ে মোজা পরে ঘুমালে পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এতে করে খুব দ্রুত পা ফাটা বন্ধ হবে এবং পা তার আগের রূপ ফিরে পেতে শুরু করবে। অন্যদিকে যাদের পা ফাটার সমস্যা মাত্র শুরু হয়েছে শীতের আগমনের সঙ্গে সঙ্গে তারা পা ভালো করে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করলে শীতজুড়েই পাবে সুন্দর পায়ের ত্বক।

এ ছাড়া শীতের এ সময়েও অনেক ক্ষেত্রেই সানবার্নের সমস্যার সম্মুখীন হতে হয় ছেলেদের। এ ক্ষেত্রে হাতের এক অংশ পর্যন্ত কালচে আভা কিংবা পায়ের গোড়ালিতে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকার দরুন কালো দাগের সৃষ্টি হয়। অন্যদিকে যারা চশমা পরে থাকেন তাদের নাকের এক অংশ পর্যন্ত কালচেভাবের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে সমপরিমাণ টকদই আর হলুদের গুঁড়া মিশিয়ে প্যাক আকারে ব্যবহার করলে এ দাগ থেকে খুব অল্প সময়ের মধ্যেই মিলবে মুক্তি। তবে এ ক্ষেত্রে প্যাক ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে পাশাপাশি ১৫ থেকে ২০ মিনিট মিশ্রণটি রেখে স্বাভাবিক তাপমাত্রায় থাকা জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

শীতের এ সময়ে ছেলেদের আরেকটি বড় সমস্যা হচ্ছে খুশকি। খুশকির কারণে চুলের গোড়া যেমন নরম হয়ে যায় তেমনি চুল পড়ার সমস্যাও দেখা দেয়। এ ক্ষেত্রে সপ্তাহে অন্তত দুই দিন চুলের গোড়ায় ভালো করে ওয়েল ম্যাসাজ করে এর পর লেবু আর টকদইয়ের মিশ্রণ ব্যবহার করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট রাখার পর ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এতে করে চুল যেমন আগের রূপ ফিরে পাবে তেমনি চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়াও হবে মজবুত আর আপনি পাবেন ঝলমলে চুল।

News Desk

Recent Posts

গরমে মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার কারণ কী হতে পারে?

তীব্র তাপপ্রবাহ বা গরমের অনেক পার্শ্ব-প্রতিক্রিয়া শরীরে দেখা যায়। তাই এ সময় সুস্থ থাকতে সূর্যের আলো ও তাপ এড়িয়ে চলার…

1 hour ago

এবার থেকে সকল ছাত্র-ছাত্রী পাবে ১২০০০ টাকা, জেনে নিন আবেদনের পদ্ধতি!

ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি নানাবিধ বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন প্রকার বেসরকারি স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর…

2 hours ago

কবে থেকে বাতিল হচ্ছে ৫০০-এর নোট? জেনে নিন কি নির্দেশে দিল RBI !

আজকাল নগদ টাকা নিয়ে বেশ সমস্যা। বিশেষ করে নোটগুলো নিয়ে দোকানে গিয়ে কোন‌ও কিছুর দাম মেটাতে হলে আর কথা নেই।…

6 hours ago

UPSC – তে নতুন কর্মী নিয়োগ, বিরাট ঘোষণা রাজ্যের!

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও নতুন করে খুশির খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত…

6 hours ago

ফ্রি-তে সরকারি ঘর পেতে কি কি কাগজ লাগবে দেখে নিন এক নজরে!

কেউ গৃহহীন থাকবে না! সবার মাথায় থাকবে ছাদ। এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতি রাখার পালা। সকলেই…

8 hours ago

৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! কখন আছড়ে পড়বে দক্ষিণবঙ্গে?

আবহাওয়ার খবর নিয়ে ইদানিং দক্ষিণবঙ্গের মানুষের আগ্রহ বেড়েছে। কবে বৃষ্টি? সেদিকেই চাতকপাখির মতো তাকিয়ে তাঁরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,…

10 hours ago