আপনি কি গোলাপি ঠোঁট পেতে চান? তাহলে জেনেনিন, গোলাপি ঠোঁট পেতে আপনার যা যা করণীয়!

Written by News Desk

Published on:

এক চামচ মধুর সঙ্গে স্বল্প পরিমাণে বাদামি চিনি মিশিয়ে নিন। এরপর তা ঠোঁটে লাগিয়ে আলতো করে মালিশ করুন। এক্ষেত্রে কিছুক্ষণ ‘ক্লক ওয়াইজ’ স্ক্র্যাব করুন, তারপর আবারো কিছু সময় ‘ক্লক ওয়াইজ’ স্ক্র্যাব করুন। এভাবে স্ক্র্যাবিংয়ের পর ঠোঁট হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি, কমনীয় ও আকর্ষণীয়।

ঠোঁটকে প্রাণবন্ত ও সতেজ রাখতে সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাম হিসেবে নারিকেল তেল, বাদামের তেল কিংবা জলপাইয়ের তেল ব্যবহার করা যেতে পারে। এটি নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

* ঠোঁটে প্রতিদিন সামান্য পরিমাণ চিনি দিয়ে আলতো করে স্ক্র্যাবিং করুন। এতে ঠোঁট সতেজ থাকবে।

* পরিষ্কার টুথব্রাশ দিয়েও ঠোঁটে স্ক্র্যাবিং করা যেতে পারে। এর ফলে ঠোঁটে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ে। এতে ঠোঁট হয়ে উঠবে গোলাপি ও আকর্ষণীয়।

Related News