#Big Breaking! অবশেষে রাজনীতিতে যোগদান করছে বলিউডের এই জনপ্রিয় অভিনেতা! শোরগোল গোটাদেশ জুড়ে

More articles

সাম্প্রতিক সময়ে অনেক অভিনেতা ও অভিনেত্রীরা রাজনীতিতে যোগদান করেছে। সানি দেওল, হেমামালিনী, রাজবব্বর প্রভৃতি তারকারা যোগদান করেছে রাজনীতিতে। আবারো এক তারকা রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনার শেষ নেই। রাষ্ট্রীয় সমাজ পক্ষ দলে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত, আরএসপিʼর প্রতিষ্ঠা দিবসে এই দাবি করলেন আরএসপি সভাপতি মহাদেব ধনকর। তিনি জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আরএসপিতে যোগ দিতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। আরএসপি এর প্রতিষ্ঠা দিবসে সঞ্জয় দত্ত বলেছেন, আরএসপি সভাপতি মহাদেবকে আমি সংবর্ধনা জানাতে চাই। আমি মুম্বইয়ে থাকলে অবশ্যই যেতাম। ২০১৪ সালে বিজেপির সাথে গাঁটছাড়া বাঁধে এই দলটি।

Latest