কোন ত্বকের রঙে কেমন লিপস্টিক মানাবে! জেনেনিন

সাজসজ্জার অন্যতম একটি অনুষঙ্গ হল লিপস্টিক। পরিপূর্ণ ও ভারি ধাঁচের মেকআপ থেকে শুরু করে, ক্লাস কিংবা অফিসে যাওয়ার জন্য হালকা সাজেও লিপস্টিক ব্যবহার করা চাই-ই চাই। সামান্য লিপস্টিকের স্পর্শে চেহারার ক্লান্তি, বিষণ্ণতা অনেকখানি ঢেকে ফেলা সম্ভব হয় বলেই, প্রায় প্রতিটি নারীর হাতব্যাগেই একটি-দুটি লিপস্টিক পাওয়া যাবে। এমনকি মন খারাপ থাকলেও, সামান্য লিপস্টিক খুব সহজেই মন-মুড ভালো করে দিতে পারে।

লিপ্সটিক ব্যবহারের ক্ষেত্রে ব্র্যান্ড নির্বাচন করা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই জরুরি ত্বকের রঙের ধরণ বুঝে লিপস্টিকের রঙ নির্ণয় করা। খেয়াল করে দেখবেন, আপনার ত্বকের সাথে সকল ধরনের লিপস্টিক সমানভাবে ফুটে ওঠে না। কোন লিপস্টিকে হয়তো চেহারা ঝলমলে দেখায়, আবার অন্য আরেকটি লিপস্টিকে চেহারার আভা নিভে যায় অনেকটা।

মূলত এ কারণেই ত্বকের রঙ বুঝে লিপস্টিক নির্ণয় করা জরুরি। অনেকে হয়তো ভেবে থাকেন, ত্বকের রঙ ফর্সা হলে সকল রঙয়ের লিপস্টিকই মানিয়ে যাবে। যা একেবারেই ভুল ধারণা। অতিরিক্ত ফর্সা বা ফেয়ার ত্বকের ধরণ বুঝে লিপস্টিক নির্বাচন করা না হলে ত্বক আরও বেশি পেইল তথা নিষ্প্রভ দেখাবে। নতুবা গাড় রঙয়ের লিপস্টিকের ক্ষেত্রে দেখাবে উৎকট।

অন্যদিকে ত্বকের রঙ কিছুটা গাড় হলে ন্যুড লিপস্টিক ব্যবহার এড়িয়ে যেতে চান অনেকেই। ধরে নেন, ত্বকের রঙের সাথে ন্যুড কালার মানাবে না। এটাও একদম ভুল ধারণা। সকল ধরনের ত্বকের রঙের সাথেই মানানসই ন্যুড লিপস্টিক শেড রয়েছে। প্রয়োজন শুধু সঠিক রঙটি নির্বাচন করা।

ত্বকের বর্ণ ফেয়ার, মিডিয়াম, ট্যান ও ডার্ক- এই চারটি ভাগে বিভক্ত করে সুইট, ন্যুড ও বোল্ড- এই তিনটি ভাগে লিপস্টিকের রঙ নির্বাচন করা হয়েছে। স্কিন টোন ও লিপস্টিকের রঙ এমনভাবে এখানে তুলে আনা হয়েছে, যা একটির সাথে অন্যটিকে পুরোপুরিভাবে সম্পূর্ণ করে এবং আকর্ষণীয়তা প্রকাশ করে।

ফেয়ার

ফেয়ার ও লাইট স্কিনের জন্য পারফেক্ট লিপস্টিকের রঙ হবে- লাইট পিংক, কোরাল, পিচ, পিচ ন্যুড, বেইজ ন্যুড ও ডাসটি রেড কালার।

মিডিয়াম

বাংলাদেশের অধিকাংশ নারীদের ত্বকের রঙ মিডিয়াম হয়ে থাকে। এ ঘরানার ত্বকের রঙে চমৎকার মানাবে- রোজ, বেরি, চেরি রেড, ফুশিয়া, মভ লিপস্টিকের রঙ।

ট্যান

যাদের ত্বকের রঙ ট্যানের দিকে, তাদের জন্য রক কোরাল, ডিপ পিংক, ব্রাইট রেড, অরেঞ্জিশ ন্যুড ভালো মানাবে। তবে বেগুনি রঙ এড়িয়ে যাওয়াই ভালো হবে।

ডিপ

ডিপ ত্বকের রঙের সাথে পাল্ম, ক্যারামেল, ওয়াইন ও ব্লুইশ-বেসড রেড রঙের লিপস্টিক ফুটবে খুব সুন্দরভাবে।

News Desk

Recent Posts

একনাগাড়ে হাঁচি হলে থামাবেন যেভাবে

হাঁচি তো কমবেশি সবাই দেন। সর্দি থেকে শুরু করে ধুলাবালি বা অ্যালার্জির কারণেই মূলত হাঁচি বেশি হয়। বিশেষ করে অ্যালার্জিতে…

3 hours ago

প্রতিদিন কলা খেলে শরীরে যা ঘটে

কলা ছোট-বড় সবারই প্রিয় একটি ফল। এটি যেমন সুস্বাদু এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। একটি কলা আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে…

4 hours ago

ডাবের পানি যেভাবে ওজন কমাতে সাহায্য করে

গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি মুহূর্তেই শরীরে প্রশান্তি এনে দেয়। ঠিক একইভাবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর…

5 hours ago

একমাস চিনি না খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি চিনিযুক্ত খাবার সবাই খান। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য মিষ্টি খাবার দেখলেই ভয় পান! কারণ শরীরের জন্য চিনিযুক্ত…

5 hours ago

তাল মিছরি কেন খাবেন?

তাল মিছরি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূলত বিভিন্ন অসুখ-বিসুখে পথ্য হিসেবে কাজ করে। সর্দি-কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা- অনেক…

7 hours ago

অতিরিক্ত ঘাম কঠিন রোগের লক্ষণ নয় তো?

গরম আবহাওয়ায় ঘাম হওয়া স্বাভাবিক। তবে শীতেও অতিরিক্ত ঘাম কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিভিন্ন রোগের লক্ষণ হিসেবেও…

24 hours ago