ছোট এই পাতার যত বড় বড় উপকার, জানলে অবাক হবেন আপনিও

Written by News Desk

Published on:

ঘরেই টবে রাখুন ছোট্ট একটি তুলসী গাছ। কেন রাখবেন? বহুকাল আগে থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় তুলসীর ব্যবহার হয়ে আসছে। এই আধুনিক সময়েও ছোট্ট এই গাছটির পাতা ব্যবহারে আমরা যে বড় বড় উপকার পেতে পারি: • প্রতিদিন কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মানসিক চাপ ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে • ফেস অথবা হেয়ার প্যাকের সঙ্গে তুলসীপাতার রস ব্যবহার করলে ত্বক ও চুল সুন্দর থাকে • দাঁত ভালো রাখতে সাহায্য করে • ঠাণ্ডা, জ্বর সারাতে তুলসী চা পান করুন • গলা ব্যথায় বা মাথাব্যথা সমাধান রয়েছে তুলসী পাতায় • ডায়রিয়া হলে ১০ থেকে বারোটি পাতা পিষে রস খেয়ে ফেলুন • হৃদরোগে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে তুলসী • তুলসী, বেলপাতা এবং নিমপাতা সমপরিমাণে বেঁটে বড়ি বানিয়ে শুকিয়ে নিন। এই বড়ি দিনে ২/৩ বার খেলে ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়।

Related News