আজকের জোকস: হাসতে বাধ্য আপনি

Written by News Desk

Published on:

পুলিশের মামলা থেকে বাঁচার উপায়
স্পিড লিমিট না মানায় এক ব্যক্তিকে থামাল ট্রাফিক পুলিশ। এরপর নোট বুক এবং কলম বের করল—
পুলিশ: আপনার নাম কি?
চালক: আবুল কাশেম ইবনে মজিদ আল ফারিব মোহাম্মদ ইবনে জাবির আল ফোরকানি ইবনে মাসরুর।
পুলিশ: এবারের মতো আপনার নামে আর মামলা করছি না। এখন থেকে স্পিড লিমিট মেনে চলবেন।

****

ফেল করেও খুশি হওয়া যায় যেভাবে
মামা: কিরে এ প্লাস পেয়েছিস?
পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।
মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?
পল্টু: পাশের বাসায় ইসরাতও ফেল করেছে তাই।
মামা: মানে কী?
পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।
মামা: রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!
পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।

****

বানান ভুলের উপকারিতা
সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?
লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে! ভাবা যায়!
সাংবাদিক: বইটির নাম কী ছিল?
লেখক: হাউ টু চেঞ্জ ইউর লাইফ? কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল ‘হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ?

Related News