যারা বই পড়েন বেশি, বাকিদের তুলনায় তাদের আয়ু বেশি : সমীক্ষা

Written by News Desk

Published on:

বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়লে জ্ঞান, ধৈর্য এবং চিন্তাশক্তি বাড়ে। তবে সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, বই পড়লে নাকি আয়ু বাড়ে। যারা বই পড়েন বেশি, বাকিদের তুলনায় তাদের আয়ু বেশি বলেই জানাচ্ছে ওই সমীক্ষা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েল ইউনিভার্সিটির পক্ষ থেকে এই সমীক্ষাটি পরিচালিত হয়। ৩,৬৩৫ জন পঞ্চাশোর্ধ ব্যক্তির উপর পরীক্ষাটি চালানো হয়। তাদেরকে তিনটি বিভাগে ভাগ করেন গবেষকরা।

১. যারা একেবারেই বই পড়েন না।২. সপ্তাহে অন্তত সাড়ে ৩ ঘণ্টা বই পড়েন যারা।

৩. সপ্তাহে সাড়ে ৩ ঘণ্টার বেশি বই পড়েন যারা।

ফলাফলে জানা যায়, যারা একেবারেই বই পড়েন না বা সপ্তাহে অন্তত সাড়ে ৩ ঘণ্টা বই পড়েন, তাদের আয়ু তুলনামূলক কম। অন্যদিকে, যারা সপ্তাহে সাড়ে ৩ ঘণ্টার বেশি বই পড়েন, তারা অনেকদিন বাঁচেন। আয়ু বেড়ে যায় ২৩ শতাংশ। সমীক্ষা আরও জানিয়েছে, পুরুষদের তুলনায় নারী বইপ্রেমীর সংখ্যা বেশি। উচ্চবিত্ত পরিবারের সদস্যদের মধ্যেও বই পড়ার রেওয়াজ তুলনামূলক বেশি।

Related News