আই লাইনার শেষ হয়ে গেছে? তাহলে আইশ্যাডো দিয়েই তৈরি করে ফেলুন! জেনেনিন পদ্ধতি

Written by News Desk

Published on:

বড়, কালো, টানাটানা সুন্দর চোখ মুখের সৌন্দর্য এক লহমায় অনেকগুণ বাড়িয়ে তুলতে পারে। কিন্তু সবাই তো আর অমন সুন্দর চোখ নিয়ে জন্মান না! তাই তাদের আই মেকআপের ওপরই ভরসা করতে হয়। চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা প্রথমেই যে প্রসাধনীটি ব্যবহার করি, তা হল আই লাইনার। আই লাইনার ব্যবহারে ছোটো চোখও বেশ বড় দেখায়। এবার বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের রঙের আই লাইনার।

প্রথম ধাপ

প্রথমেই হাত ও একটি কাঁচের শিশি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। তার পর কটন বাডের সাহায্যে ঘষে ঘষে নিজের পছন্দের রঙের আইশ্যাডো তুলে শিশিতে ভরে নিন।

দ্বিতীয় ধাপ

এবার আইশ্যাডোতে পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন।

তৃতীয় ধাপ

পাতলা আই লাইনার ব্রাশের সাহায্যে ভাল করে প্রোডাক্ট মিশিয়ে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণে কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটি যেন বেশি পাতলা না হয়।

চতুর্থ ধাপ

এবার এই মিশ্রণে অল্প পরিমাণে আই প্রাইমার বা ফেস প্রাইমার মেশান। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণে প্রাইমার সম্পূর্ণরূপে মিশছে, ততক্ষণ আই লাইনার ব্রাশ দিয়ে মেশাতে থাকুন। সব উপকরণ ভাল ভাবে মিশে গেলে শিশির মুখ আটকে দিন। এই আই লাইনারটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Related News