বা-হাতিদের স্মৃতিশক্তি সবথেকে বেশি হয়, বলছে নতুন গবেষণা

Written by News Desk

Published on:

বুদ্ধিমত্তা শুধুমাত্র মস্তিষ্কের ওপর নির্ভর করে না। দেহের বিভিন্ন অংশ দেখেও কার বুদ্ধিমত্তা বেশি না কম তা আঁচ করা যায়।

দেহের তুলনায় যাদের বড় মাথা : যুক্তরাজ্যের মলিকিউলার সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শৈশবে যাদের দেহের তুলনায় মাথা বড় হয়, তাদের পড়াশোনা করার ঝোঁক বেশি থাকে। কলেজ ডিগ্রি পাওয়ার হারও এদের তুলনামূলক বেশি।

বাঁ-হাতি : গ্রীসের এথেন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর একটা গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, যারা বা-হাতি তাদের স্মৃতিশক্তি বেশি হয়। মানসিকভাবেও তারা বেশ নমনীয় হয়ে থাকে।

স্থূলতা : ওজন বাড়লে শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। গবেষণায় দেখা গেলে, ফ্যাট হরমোনের কারণে মস্তিষ্কের সেল ক্ষতিগ্রস্ত হয়।

লম্বা পা : ব্রাউন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, লম্বা মানুষেরা বেশি স্মার্ট হয়। জীবনে সফল হওয়ার সম্ভাবনা লম্বাদেরই তুলনামূলক ভাবে বেশি থাকে।

Related News