Vairal VDO সরকারি হাসপাতালে একসঙ্গে শুতে বাধ্য হল অপরিচিত মহিলা ও পুরুষ!

More articles

টোটকা২৪x৭ডেস্কঃ দেশের বহু সরকারি হাসপাতালের দুরবস্থার কথা মাঝে মধ্যেই শোনা যায়। এবার ঠিক সেই রকমই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুজন অপরিচিত রোগীকে একই স্ট্রেচারে তুলে দেওয়া হয় এক্স রে করানোর জন্য ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের যশবন্তারো হাসপাতালের ৷ ভদ্রমহিলার স্বামী জানিয়েছেন, `তার স্ত্রীর ডান পায়ের পাতায় ফ্র্যাকচার হওয়ায় অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি ছিল ৷ এক্স রে করতে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার চাইতে গেলে তাকে বলা হয় হাসপাতালে স্ট্রেচার কম রয়েছে । তাই বাধ্য হয়ে অপরিচিত এক পুরুষ রোগির সঙ্গে তার স্ত্রীকে স্ট্রেচার শেয়ার করিয়েছেন তিনি ৷

Latest