স্বাস্থ্য অটুট রাখতে চান! তাহলে নিয়মিত খান এই ফল ও বাদাম, বলছে বিশেষজ্ঞরা

ফল ও বাদাম দুটোই স্বাস্থ্যকর খাবার। তাই প্রতিদিনের ডায়েটে এই দুটি খাদ্য উপাদানই রাখা দরকার। ফল ও বাদামের নিজস্ব পুষ্টিগুণ আছে। ফলে ভিটামিন ও ফাইবার ভরপুর থাকে। অপরদিকে বাদামে থাকে অতি প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এছাড়া থাকে প্রোটিন ও অন্যান্য মিনারেলস। কিন্তু ওজন কমানোর জন্য ফল বা বাদামের মধ্যে একটিকে যদি প্রথমে বেছে নিতে বলা হয় তাহলে কী করবেন?

বাদামের পুষ্টিগুণ নিয়ে গবেষণায় বলা হয়েছে, এতে এমন একটি উপাদান থাকে যা ছোট ছোট খিদে মেটায়। বিকালের স্ন্যাক্সে একমুঠো বাদাম খেলে পেট ভরে যায়। ফলে দু-তিন ঘণ্টা আর খিদে পায় না। তাই অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক কমে যায়। আবার ফলের পক্ষ নিয়ে অনেকে বলেন, খিদে পেলে একটা কলা ও কয়েক টুকরো পেঁপে খেয়ে নিন। এতেও কাজ দেয় অনেক। ইন্টারনেট ঘাঁটলেও এমন অজস্র তথ্য মেলে। তাই আরও বিভ্রান্তিতে পড়ছে মানুষ। তাহলে জেনে নেওয়া যাক ফল না বাদাম- ওজন কমাতে প্রয়োজন কোনটা?

ফল: এতে থাকে ফাইবার ও প্রাকৃতিক চিনি। ফল খেলে সেই চিনি ধীরে ধীরে রক্তে মেশে। সেই কারণে রক্তে শর্করার হার বাড়তে দেয় না।

বাদাম: পলি ও মনোস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ। ঠিকঠাক ওজন ধরে রাখতে গেলে বাদামের বিকল্প নেই। একমুঠো বাদাম খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। যা হার্টের স্বাস্থ্যের পক্ষে মঙ্গলদায়ক।

ফল: অনেকে ফলের থেকে ফলের রস খুব পছন্দ করেন। কিন্তু গোটা ফল থেকে যে পুষ্টিগুণ পাওয়া যায় ফলের রস থেকে তা অনেকটাই কম মেলে। যেমন, এক গ্লাস কমলালেবুর রসে ২১ গ্রাম সুগার থাকে। সেখান থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওজনও বাড়ে। আবার ফলের রস থেকে ফাইবারও খুব কম পাওয়া যায়। তাই পুষ্টিবিশারদরা সবসময় গোটা ফল খেতে বলেন।

বাদাম: ১০০ গ্রাম বাদাম থেকে ৫৮০ ক্যালোরি পাওয়া যায়। অথচ এই পরিমাণ জাঙ্কফুড থেকে দ্বিগুণ ক্যালোরি শরীরে ঢোকে। ফ্যাট থাকে চারগুণের বেশি। তাই বিকালের স্ন্যাক্সে বাদাম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিশারদরা।

ফল: তরমুজ, ফুটি, শশা বা জামরুল জাতীয় ফলে জলের পরিমাণ থাকে বেশি। তাই এই সব ফল খেলে শরীর থাকে হাইড্রেট। এছাড়া অন্যান্য ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। ফলে যে ফ্রুকটোস থাকে তা কিন্তু অনেকক্ষণ খিদে মেটায় না।

বাদাম: কাজু, আখরোট বা আমন্ড খেলে ক্যালোরির পরিমাণ বাড়ে কিন্তু এই সব বাদাম ওজন ঝরানোর পক্ষে আদর্শ। পুষ্টিবিজ্ঞান বলছে, বাদাম খেলে জাঙ্কফুড খাবারের প্রতি ঝোঁক কমে। ফলে এই সব অস্বাস্থ্যকর খাবার থেকে শরীরে অতিরিক্তি ক্যালোরি ঢুকতে পারে না।

তাহলে উপসংহারে কী দাঁড়াল? প্রতিবেদনের শুরুতে যা বলা হয়েছিল সবশেষে সেটাই মিলে গেল। এটা অনস্বীকার্য ফল ও বাদামের নিজস্ব পুষ্টিগুণ আছে। তাদের কার্যকারিতা আলাদা। ফলে যদি প্রাকৃতিক চিনি থাকে তো বাদামে আছে হেলদি ফ্যাট। ফল রক্তে শর্করা নিয়ন্ত্রণে এবং পেটের স্বাস্থ্য ভাল রাখে। ওদিকে বাদাম শরীরের পেশি ও হার্টের খেয়াল রাখে। মনে রাখবেন, ফল হোক বা বাদাম কেউই চটজলদি ওজন কমাতে পারে না। তাই বাছবিচারে না গিয়ে দুটোই রাখুন প্রতিদিনের ডায়েটে।

News Desk

Recent Posts

কান পরিষ্কার করতে গিয়ে এই ভুল করছেন না তো?

কান শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ। তবুও বেশিরভাগ মানুষের মধ্যেই অঙ্গটি নিয়ে উদাসীনতা দেখা যায়। গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে…

9 hours ago

মায়ের শরীরে যে সমস্যা দেখা দিলে দ্রুত তাকে ডাক্তার দেখাবেন

বয়স বাড়তেই বাবা-মা সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর সন্তানেরও উচিত এ সময় বাবা-মায়ের প্রতি বিশেষ যত্নশীল হওয়া। বিশেষ করে…

12 hours ago

প্রতিদিন গোসলে সাবান ব্যবহার কী ভালো?

গোসলের সময় কমবেশি সবাই সাবান ব্যবহার করেন। যাতে ত্বকে জমে থাকা ময়লা বা জীবাণু ধুয়ে যায়। তবে প্রতিদিন ত্বকে সাবান…

16 hours ago

ফুসফুস ভালো রাখতে কী খাবেন?

মানব শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো ফুসফুস। এর সাহায্যেই শরীরে পৌঁছায় অক্সিজেন। আর এই অঙ্গের সাহায্যেই অক্সিজেন মিশে যায় রক্তে।…

1 day ago

ত্বকে অতিরিক্ত আঁচিল হওয়া কঠিন রোগের লক্ষণ নয় তো?

অনেকের ত্বকেই অতিরিক্ত আঁচিল দেখা দেয়। নারী-পুরুষ উভয়েরই আঁচিল হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঁচিল হওয়ার…

2 days ago

ফ্যাটি লিভার ডিজিজ কী? এর লক্ষণই বা কী কী?

ফ্যাটি লিভারের সমস্যায় বর্তমানে অনেকেই ভুগছেন। ফ্যাটি লিভারের সমস্যা আবার দু’ভাবে বিভক্ত- অ্যালোহলিক ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি…

3 days ago