ব্রেকআপ মানেই যে খারাপ! ভ্রান্ত ধারনা বদলে বজায় রাখুন স্বাভাবিক বন্ধুত্ব

Written by News Desk

Published on:

ওর এটা খারাপ, তো তার সেটা। একে অন্যের বিরুদ্ধে ক্রমেই যদি কাদা ছিটিয়ে যান মাঝখান থেকে মজা নেবে তৃতীয় ব্যক্তি। আপনি কাউকে খাপার বলছেন মানেই উত্তরে তাকেও কিছু বলতে হয়। ফলেই সামান্য সামান্য বিষয় সমস্যা বাড়িয়ে তোলার প্রয়োজন নেই। একদিন ভালো লাগা ছিল, ছিল কথা বলা, দেখা করা, সব দিক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার আগে একবার মনে করে দেখুন সেই দিনটির কথা।

ব্রেকআপের পর কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজনঃ

১) পৃথিবীর সব মানুষই তো আর খারাপ হয় না, কিন্তু বিয়ের জন্য আমরা পচ্ছন্দ করে থাকি একজনকেই। তার মানে একজনকে যখন বাতিলের খাতায় রাখছি তার মানেই যে তিনি খারাপ এমনটা নয়।

২) ব্রেকাপ হলেও বজায় রাখুন বন্ধুত্ব। এতে সুস্থ পরিবেশ বজায় থাকবে এবং আসরের আপনি বিষয় হয়ে ওঠার হাত থেকে বাঁচবেন।

৩) পরবর্তী সম্পর্কে যাওয়ার আগে যদি একে অন্যের নামে এইভাবে বদনাম করতে থাকেন তবে তা ক্ষতিকর। পরবর্তী সম্পর্কেও তার আঁচ থাকে।

৪) বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়ে সুস্থ পরিবেশ বজায় রেখে যদি আলাদা থাকা যায় তবে তা সব থেকে বেশি উপকার, কারণ এই ধরনের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায়।

৫) নিজেদের সন্মান নষ্ট না করে বরং একে অন্যের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার বজায় রাখলে তা মানসিকভাবেও আপনাকে অনেক বেশি স্বাভাবিক রাখবেrs

Related News