ব্রণ-ট্যান থেকে খুশকি! সমস্ত সমস্যার সমাধান তেজপাতায়, জানুন ব্যবহারের পদ্ধতি

Written by News Desk

Published on:

সুস্বাদু কোনও রান্না যেমন পোলাও, পায়েস এগুলির মাত্রা বাড়িয়ে দিতে তেজপাতার জুড়ি মেলা ভার। তবে খাবার শুধু নয়। তেজপাতা রান্নাবান্না ছাড়াও রূপচর্চায় বিশেষ কাজে লাগে। রূপচর্চায় কী কী কাজে আসতে পারে এই রান্নাসামগ্রী জানলে হয়তো রোজই ব্যবহার করবেন।

তবে কোন সমস্যায়, কী ভাবে ব্যবহার করবেন, তা একটু জেনে নেওয়া প্রয়োজন-

১) একবাটি জলের মধ্যে তেজপাতা ফোটান। ১৫ মিনিট ফুটিয়ে নিয়ে পাতা ফেলে জল ছেঁকে নিন। এই জল দিয়ে নিয়মিত মুখ ধুলে ব্রণ কমে যায়।

২) টক দইয়ের সঙ্গে তেজপাতার গুঁড়ো মেশান। মিশ্রণ থকথকে অবস্থায় মাথার স্ক্যাল্পে মাখুন। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি থাকলে এই প্যাক উপকারী।

৩) দাঁতে হলুদ বা কালো ছোপ পড়লেও চিন্তা করবেন না। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে দাঁত মাজুন। এতে দাঁত ঝকঝকে হবে।

৪) তেজপাতা বাটার সঙ্গে টক দই মিশিয়ে হাতে বা মুখে মাখুন। ১৫-২০মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ট্যান দূর হবে।

৫) জলে তেজপাতা ফোটান। এবার সেই জল দিয়ে চুল ধুয়ে নিন শ্যাম্পুর পরে। কন্ডিশনারের কাজ করে এটি।

তাহলে আর দেরী কীসের! রান্নাঘর থেকে কয়েকটি তেজপাতা এনে ড্রেসিং টেবিলে কৌটোয়ে ভরে রেখে দিন। চুল থেকে ত্বক সমস্ত সমস্যাতেই পাবেন উপকার।rs

Related News