আপনি কি বাতের ব্যথায় ভুগছেন? জেনেনিন এই সমস্যার সমাধানে কি করণীয়

বাতরোগ মূলত কোমল পেশির বাত, যা কনুইয়ের জোড়ার (জয়েন্ট) ওপরের মাংশপেশিকে আক্রান্ত করে।

সাধারণভাবে এই রোগটি ‘টেনিস এলবো’ নামে পরিচিত। রিউমাটোলজির পরিভাষায় একে আমরা ‘ল্যাটারাল এপিকনডাইলিটিস’ বলি।

এই রোগের শিকার কারা
প্রায় সবাই এই রোগে আক্রান্ত হতে পারেন, যাঁরা একটু হলেও কাজ করেন। ডায়াবেটিসসহ অন্যান্য বিপাকজনিত রোগের রোগীরা সাধারণের চেয়ে ৪ থেকে ৫ গুণ এই রোগে ভোগেন। টেনিস খেলোয়াড়দের মধ্যে যাঁরা বেকায়দায় র‍্যাকেট ধরেন ও ভুলভাবে শট নেন, তাঁদের পেশিতে ক্রমাগত বিরূপ চাপে ধীরে ধীরে পেশিমূল ও অস্থির আবরণের মধ্যে একটি মাইক্রো ট্রমা বা ক্ষত হয়, যা থেকে একটি মেয়াদি প্রদাহ সৃষ্টি হয়। আর সামষ্টিকভাবে এটাই টেনিস এলবো। টেনিস খেলোয়াড়দের ভেতর প্রথম রোগটি পাওয়া যায় বলে খেলার নামেই রোগের নামকরণ।

কারা আক্রান্ত হন
আগেই বলেছি ডায়াবেটিস ও অন্যান্য মেটাবলিক রোগের ব্যক্তিদের ভেতর এর প্রাদুর্ভাব বেশি। যাঁরা কনুই বেশি ব্যবহার করেন, গৃহিণী থেকে শুরু করে প্রোগ্রামার, পেশাদার বাবুর্চি—সবাই এর শিকার হন। রোগের লক্ষণ আমরা গল্প দুটির মধ্যেই উল্লেখ করেছি।

চিকিৎসা, প্রতিষেধক ও করণীয়
চিকিৎসার শুরুতেই আক্রান্ত ব্যক্তির যা করণীয় তা হলো—

কনুইয়ের বিশ্রাম

প্রয়োজনে এলবো ব্যাগ ব্যবহার

বরফ ও তাপ প্রয়োগ (যখন যেটা প্রয়োজন)

প্যারাসিটামল সেবন করা যেতে পারে

বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত

পরিহার করুন
এই রোগ পরিহারে আপনার সচেতনতাই যথেষ্ট। এ ক্ষেত্রে স্ট্রেচিং ব্যায়াম ও এলবো ট্রেনিং করতে হবে।

শরীরের মাথাব্যথা বা ফাইব্রোমায়ালজিয়া
মিসেস আইরিন (৩৪) গৃহিণী, সারা শরীরে ব্যথা, অবসাদ, ঘুম, ক্লান্তি তাঁকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে। অনেক ব্যথার ওষুধ খেয়েছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কোনো বিশেষ অসুবিধা নির্ণয় হয়নি এসব পরীক্ষা-নিরীক্ষায়। কোনোভাবেই তিনি স্বস্তি পাচ্ছেন না। এখানে ফাইব্রোমায়ালজিয়া নামক একটি রোগ নিয়ে আলোচনা করছি।

ফাইব্রোমায়ালজিয়া কী
ফাইব্রোমায়ালজিয়া বা ফাইব্রোমায়ালজিয়া সিনড্রোম একটি দীর্ঘস্থায়ী মনোদৈহিক রোগ, যা সারা শরীরে ব্যথার উদ্ভব করে।

উপসর্গ

সারা শরীরে ব্যথা

ব্যথায় সারা শরীর জমে থাকা

শরীর ভার লাগা

অবসন্নতা

শরীর ম্যাজম্যাজ করা

কাজে অনীহা

অনিদ্রা

লক্ষণ
শরীরের বিশেষ বিশেষ স্থানে চাপ দিলে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া। ব্যথার প্রচণ্ডতা অনেক সময় আবহাওয়া ও পরিবেশের ওপর নির্ভর করে। ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া ও বদ্ধ পরিবেশ, অতিরিক্ত শব্দযুক্ত পরিবেশে কাজ, কাজের ও মানসিক চাপ এবং ঋতুস্রাবের আগে ব্যথা বেশি অনুভূত হতে পারে। হতাশা, দুশ্চিন্তা, পরিবার থেকে বিচ্ছিন্নতা বা দূরে থাকা, পারিবারিক অশান্তি—এই রোগ সৃষ্টির কারণ হতে পারে।
কে আক্রান্ত হতে পারেন

সারা বিশ্বে প্রতি ২০ জনে একজনের এই রোগ দেখা যায়। সাধারণত ২০ থেকে ৬০ বছর বয়সী নারীরা এতে বেশি আক্রান্ত হন।

রোগ নির্ণয়
রোগের উপসর্গ ও লক্ষণ দেখে সাধারণত এই রোগ নির্ণয় করা যায়। যেহেতু অনেক জটিল রোগেও এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে, তাই কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অন্যান্য জটিল রোগ থেকে এই রোগ আলাদা করা যায়।

চিকিৎসা ও পুনর্বাসন
সত্যিকার অর্থে এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এই রোগে কেউ বিকলাঙ্গ হয় না বা স্থায়ী পঙ্গুত্ববরণ করেন না এবং এটা ক্যানসার বা এই জাতীয় কোনো মারাত্মক ব্যাধির প্রাথমিক লক্ষণও নয়। তবে এটা ঠিক যে এই ব্যথা ও দুর্বলতা তাঁদের প্রাত্যহিক কর্মজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে, ছন্দপতন হচ্ছে পারিবারিক ও দাম্পত্যজীবনে। অফিসে কর্মদক্ষতা কমে যাচ্ছে এবং ক্রমেই আনফিটের দিকে এগোচ্ছেন। তাই এই রোগের নিয়ন্ত্রণে পুনর্বাসন অত্যন্ত জরুরি।

News Desk

Recent Posts

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

3 hours ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

4 hours ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

4 hours ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

1 day ago

বিশ্বব্যাপী যে কারণে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

গরমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। একই সঙ্গে বাড়ে মৃতের সংখ্যাও। আজ ১৬ মে জাতীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু…

1 day ago

ধূমপানে আসক্তি কমাতে পান করুন ৩ পানীয়

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তা মানতে নারাজ ধূমপায়ীরা। আবা ধূমপানের অভ্যাসও ছাড়া বেশ মুশকিল। ধূমপান ছাড়তে কতজনই না কত…

1 day ago