কনুই ও ঘাড়ের কালো দাগ দূর করতে দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

মুখ উজ্জ্বল হলেও অনেকেরই কনুই ও ঘাড় মুখের তুলনায় কালো হয়। হরমোনের সমস্যা থেকে শুরু করে অযত্ন- সবই হতে পারে এর পেছনের কারণ। তাই প্রথমেই জেনে নিন- এর কারণ শারীরিক অসুস্থতা কিনা। শারীরিক অসুস্থতা হলে চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি না হয়, তাহলে যত্ন করতে শুরু করে দিন নিজের। জেনে নিন কয়েকটি সহজ ঘরোয়া উপায়, যা দূর করতে সাহায্য করবে আপনার ঘাড় ও কনুইয়ের কালো দাগ-

চালের গুঁড়া, টক দই, মুলতানি মাটি, কমলালেবুর খোসা গুঁড়া, পেপারমিন্ট অয়েল একসঙ্গে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে, শসার রস, খানিকটা খেজুর বাঁটা, সুজি, ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

বেসন, টক দই, চিনি, পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। চিনি গলে গেলে ধুয়ে ফেলুন।

চিনি ও পাতিলেবুর রস খুবই ভালো। এর সঙ্গে অল্প চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন।

দুধে মুসুর ডাল ভিজিয়ে বাঁটুন। ১ টেবিল চামচ মুসুর ডাল বাটা, ১ চা চামচ হলুদ বাঁটা, ১ চা চামচ পালংশাক বাঁটা, ১ চা চামচ লাল শাক বাঁটা, ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ সূর্যমুখীর তেল মিশিয়ে লাগান।

পাকা কলা, তেঁতুলের ক্বাথ একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Related News