কান পরিষ্কারের সময় এই ৪টি ভুল করবেন না কিন্তু? বিপদ হতে পারে দেখেনিন

কান শরীরের খুবই গুরুত্বপূর্ণ এক অঙ্গ। তাই অযথা কখনো কানে নখ কিংবা সরু কোনো কিছু দিয়ে খোঁচাবেন না।

সুযোগ পেলেই দিয়াশলাইয়ের কাঠি, কটন বাডস ইত্যাদি কানে ঢুকিয়ে পরিষ্কারের চেষ্টা করেন অনেকেই।

যা একেবারেই কান পরিষ্কারের ভুল উপায়। এটি খুবই ঝুঁকিপূর্ণ, যা মুহূর্তেই ডেকে আনতে পারে বিপদ।

কান পরিষ্কারের বিভিন্ন উপায় মানেন একেকজন। এ কারণেই বিশেষজ্ঞরা বারবার এ বিষয়ে সবাইকে সচেতন করছেন, যেন কান পরিষ্কার করতে গিয়ে অন্তত ৪টি ভুল যেন কেউ না করেন-

কটন বাডসের ব্যবহার

কটন বাডস দিয়ে কান পরিষ্কারের বিষয়টিকে সবাই সঠিক বলে মনে করেন। তবে এ ধারণা ভুল। জানলে অবাক হবেন, এই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা একেবারেই উচিত নয় বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, কটন বাডস কান পরিষ্কারের জন্য তৈরিই হয়নি। বরং এটি কানে প্রবেশ করালে ময়লা আরও ভিতরে ঢুকে যায়। আর তখনই ঘটে ইয়ার ইনফেকশন। এমনকি কানের পর্দাতেও লাগতে পরে আঘাত।

তখন শ্রবণশক্তিও হারাতে পারেন। তাই কানের ভেতরে নয় বরং বাইরের অংশের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন এটি।

দিয়াশলাইয়ের কাঠি

ইয়ার বাডসের মতোই কানে দেশলাই বা ওই জাতীয় কোনো সরু উপকরণ প্রবেশ করালে বিপদ হতে পারে। এক্ষেত্রেও কানের ময়লা আরও ভেতরে ঢুকে যেতে পারে।

প্রতিদিন কান পরিষ্কার

প্রতিদিন কান পরিষ্কার করা কারো কারো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে! দৈনিক কান পরিষ্কার করার কোনো দরকারই নেই। শুধু স্নানের সময় ভেজা কাপড় দিয়ে কানের বাইরের অংশ পরিষ্কার করলেই হবে।

যেখানে সেখানে কান পরিষ্কার করানো

অনেকেই অপেশাদার বিভিন্ন মানুষের কাছ থেকে কান পরিষ্কার করান। এমনটি করানো মোটেও ঠিক নয়, বলে মত বিশেষজ্ঞদের।

কারণ এই মানুষগুলো পেশাদার নন। সামান্য অসতর্ক অবস্থায় কানের কোথায় আঘাত লাগলেই আপনি গুরুতর সমস্যায় পড়বেন। তাই যেখানে সেখানে কান পরিষ্কার করাবেন না।

কীভাবে কান পরিষ্কার করবেন?

সত্যিকার অর্থে, কান পরিষ্কারের তেমন কোনো প্রয়োজনই নেই। কানের ভেতরের ময়লা বা ওয়াক্স নিজে থেকেই বেরিয়ে আসে সময় হলে। তাই কানে কিছু প্রবেশ করিয়ে বিপদ ডেকে আনবেন না।

বরং কানের বাইরের অংশ পরিষ্কার করুন। সেখানে জমে থাকে ওয়াক্স। আর একান্তই কানে ময়লা জমেছে বলে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।

News Desk

Recent Posts

নেবুলাইজার কেন ব্যবহার করা হয়?

হাঁপানি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ ও অন্যান্য শ্বাসনালির সংক্রমণজনিত রোগ তীব্র আকার ধারণ করলে নেবুলাইজার ব্যবহার করা হয়। রোগী যখন ইনহেলারের…

4 hours ago

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

11 hours ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

12 hours ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

12 hours ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

1 day ago

বিশ্বব্যাপী যে কারণে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

গরমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। একই সঙ্গে বাড়ে মৃতের সংখ্যাও। আজ ১৬ মে জাতীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু…

1 day ago