প্রসাধনী ছাড়াই ঠোঁটের কালচেভাব দূর করুন ঘরোয়া টোটকার সাহায্যে

Written by News Desk

Published on:

রূপ চর্চায় সচেতন আমরা সকলেই। তবে ঠোঁটের কোণে কালচে রঙের বিষয়ে খুব বেশি পাত্তা দেন না অনেকে। অথচ সামান্য পরিচর্যা করলেই এই দাগ থেকে মুক্তি পেতে পারেন যেকেউ। ঘরোয়া কয়েকটি পদ্ধতি ব্যবহার করেই এই দাগ মুছে গোলাপি ঠোঁট পেতে পারেন আপনিও।

১) অনেকের বাড়ির রান্নাঘরে পাতিলেবু থাকে। পাতিলেবু যে কোনো কড়া দাগছোপ তুলতে সাহায্য করে। ঠোঁটের কালচেভাব দূর করতে পাতিলেবু দিনে দু’বার করে ঠোঁটে ঘষে নিতে পারেন।

২) পাতিলেবুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু। এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে তা ঠোঁটে লাগান। ঘণ্টাখানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

৩) ত্বকের যত্ন নিতে হলুদ খুবই উপকারী। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভাল করে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

৪) গোলাপজল ত্বকের জন্য আর একটি উপকারী উপাদান। ঠোঁটের কালচে ভাব দূর করতে একটি তুলায় খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫) ঠোঁটের কালচেভাব দূর করতে নারকেলও ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ঠোঁটে নারকেল তেল ব্যবহার করলে এই সমস্যা দূর হয়।

Related News