আপনি কোন রোগে আক্রান্ত তা বলে দেবে আপনার পায়ের নখ!

অনেকের পায়ের নখের রং কালচে বা হলুদ রঙা হয়ে থাকে। তবে কখনও কি ভেবেছেন নখের রং বদলে গেল কেন? জানে কি, শরীরের সুস্থতার বিষয় এমনকি কোন রোগে ভুগছেন, সেটিও বলে দেয় বদলে যাওয়া পায়ের নখের রং।

এজন্য চিকিৎসকের কাছে গেলে, অনেক সময়েই তারা রোগীর হাত-পায়ের নখ পরীক্ষা করেন। কারণ নখ দেখেই স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলে দেওয়া সম্ভব। তবে শুধু হাতের নখই নয়, পায়ের নখ দেখেও বলে দেওয়া যেতে পারে শরীর কেমন আছে।

নানা কারণে নখের স্বাভাবিক রং বদলে যেতে পারে। বর্তমানে যদিও অনেকেই পেডিকিউর বা মেনিকিউর করে নখের স্বাভাবিক রং ফিরিয়ে আনেন।

তবে কারও কারও ক্ষেত্রে সেটিও সম্ভব হয় না। কারণ শরীরের অন্য সমস্যার ছাপ পড়ে পায়ের নখে। জেনে নিন নখের কোন রং কোন রোগের ইঙ্গিত দেয়-

>> নখের কোণে লাল বা কমলা হয়ে থাকা কোনো অসুখের কারণ নয়। সাধারণত নেলপলিশের কারণে এমন রং হয়। নখের কোণে ঘাম বা জমে থাকা অন্য ধুলা-ময়লার সঙ্গে নেলপলিশের বিক্রিয়া ঘটলে এরকম রং হয়।

>> নখ কালচে হলুদ হয়ে যাচ্ছে? এর পিছনে থাকতে পারে ছত্রাক জাতীয় সংক্রমণ। এই ধরনের সংক্রমণে নখের রং হলুদ হয়ে যায়। শত চেষ্টা করেও নখের রং এক্ষেত্রে সাদা করা যায় না।

>> অনেকের নখই বেগুনি বা কালচে নখ?হয়ে যায়! বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ নখে ধাক্কা লাগা। পায়ে ভারী কিছু পড়ে গেলে বা ছোট মাপের জুতো পরলে এমন হতে পারে।

>> আবার কোনো কারণ ছাড়াই যদি নখের রং কালচে হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনির সমস্যায় এমন হতে পারে। লিভারের সমস্যাও এর কারণ হতে পারে।

>> নখের রং একেবারে হলদেটে হলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমনটা হয়।

>> এ ছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নখের রং হলুদ হয়ে যেতে পারে।

>> আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

News Desk

Recent Posts

সিলিং ফ্যান পরিষ্কারের ট্রিকস

সবার ঘরেই অন্তত একটি করে হলেও সিলিং ফ্যান আছে। এই গরমে যাদের ঘরে এসি বা এয়ার কন্ডিশন নেই, তাদের ভরসা…

2 hours ago

প্রতিদিন ১০ মিনিট হাসলে শরীরে যা ঘটে

বর্তমানে কর্মব্যস্ত জীবনে অনেকেই হাসতে ভুলে গেছেন। তবে হাসিখুশি থাকা যে শরীর ও মনের জন্য কতটা উপকারী, তা হয়তো অনেকেরই…

3 hours ago

গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়লে দ্রুত যা করবেন

কোষ্ঠকাঠিন্য হলো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলোর মধ্যে একটি। এই তাপপ্রবাহে ডায়রিয়ার সমস্যা যেমন বেড়েছে, তেমনই অনেকের আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়েছে। যারা এরই…

6 hours ago

এই গরমে শিশুকে সুস্থ রাখতে কী কী খাওয়াবেন?

তীব্র গরমে বড়দের পাশাপাশি হাঁসফাঁস করছে ছোটরাও। এ সময় শিশুদের কীভাবে সুস্থ রাখবেন তাই এখন বড় প্রশ্ন, প্রত্যেক মা-বাবার জন্য়।…

6 hours ago

ত্বকে হিট র‌্যাশ উঠলে সারাতে কী করবেন?

তাপপ্রবাহে সবার মধ্যেই অস্বস্তি বেড়েছে। গরমে শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি ত্বকেও দেখা দেয় ঘামাচি, ফুসকুড়ি, ট্যানসহ নানা সমস্যা। তার মধ্যে…

6 hours ago

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা যে কারণে বিপজ্জনক

কাজের ব্যস্ততা কিংবা আলস্যের কারণে অনেকেই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস হতে পারে বিপজ্জনক। এই অভ্যাসের কারণেই…

7 hours ago