আপনার উচ্চতা কত? তার উপর নির্ভর করছে রাগ! দেখেনিন

Written by News Desk

Published on:

আপনার উচ্চতা কত? এর উপর নির্ভর করছে রাগ। উচ্চতার জন্য সামাজিক থেকে শারীরিক বিপদ ঘটতে পারে আপনার জীবনেও।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার অব ডিজিজ কন্ট্রোল ইন আটলান্টা এক সমীক্ষায় জানিয়েছে, লম্বাদের তুলনায় বেঁটে মানুষ বেশি মাত্রায় রেগে যান। এই রাগ থেকে দেখা দিতে পারে হরেক বিপদ।

১৮-৫০ বছর বয়সি ৬০০ মানুষের উপরে সমীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন, মহিলাদের তুলনায় বেঁটে পুরুষরা বেশি রাগ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনও লম্বা মানুষের উপস্থিতি বা তাঁর সঙ্গে তুলনা বেঁটে মানুষদের ক্রোধকে বাড়িয়ে দেয়। রাগ এখানে একটা প্রতিরক্ষার অস্ত্র হিসেবে কাজ করে।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই সমস্যাকে ‘শর্ট ম্যান সিনড্রোম’ বলে উল্লেখ করেছিল।

উল্লেখ্য যে, ইতিহাসের দুই রাগী পুরুষ – নেপোলিয়ন ও হিটলার, দু’জনেই ছিলেন বেঁটে। তাঁদের অতিরিক্ত রাগারাগি মোটেও ভাল ফল দেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শর্ট ম্যান সিনড্রোম থেকে উচ্চ রক্তচাপ-জনিত রোগ বাসা বাঁধতে পারে শরীরে। আর বেশি রেগে থাকলে সামাজিক সমস্যা তো ঘটতেই পারে।

Related News