লিপস্টিকের রং বলে দেয় আপনার ব্যক্তিত্ব কেমন মানুষ?

Written by News Desk

Published on:

লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে সব নারীরাই পছন্দ করেন। শুধু কি নারীরা! অনেক পুরুষেরাও লিপস্টিক ব্যবহার করে থাকেন। তবে নারীদের লিপস্টিকের প্রতি তীব্র আকর্ষণ আছে। লিপস্টিক ছাড়া অনেকেই তো ঘর থেকে বেইরে বেরই হতে চান না।

আজ কিন্তু বিশেষ একটি দিন। কারণ আজ লিপস্টিক ব্যবহারের দিন। প্রতিবছর ২৯ জুলাই আর্ন্তজাতিক লিপস্টিক দিবস হিসেবে পালন করা হয়। অতীত থেকে এখনও লিপস্টিকের কদর কখনও কমেনি বরং বেড়েছে। তবে বর্তমানে উন্নতমানের সব লিপস্টিক পাওয়া যায়। তবে জানেন কি, লিপস্টিকের রং বলে দিতে পারে আপনার ব্যক্ত্বি কেমন। অনেকেই হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করেন আবার অনেকে গাঢ় রং। ধরুন, আপনি যদি লাল রংয়ের লিপস্টিক পরতে ভালবাসেন; তাহলে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না৷

বিশেষজ্ঞদের মতে, যারা লাল রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করে; তারা স্বাধীনচেতা হন৷ এ ছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যমী হন তারা৷ জেনে নিন লিপস্টিক অন্যান্য রং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কতটা প্রকাশ করে-

>> যারা গোলাপী রংয়ের লিপস্টিক ব্যবহার করেন; তারা অনেক আবেগী হয়ে থাকেন। কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না তারা। এমনকি সামান্য কটু কথা শুনলেও তাদের চোখে জল আসে। এই রংয়ের লিপস্টিকপ্রেমীদের চেহারায় মিষ্টিভাব বেশি থাকে।

>> সমাজের উলটো স্রোতে হাঁটতে যারা ভালবাসেন; তারা না-কি ব্রাউন শেডের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান৷ যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও থাকে তাদের৷

>> ন্যুড শেডের লিপস্টিক যারা পরতে পছন্দ করেন; তারা অত্যন্ত শান্তিপ্রিয় হন৷ বিশেষজ্ঞদের মতে, তারা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন থাকেন।

>> সচরাচর কেউই কালো, নীল বা বেগুনি রংয়ের লিপস্টিক পরেন না৷ তবে যারা গাঘঢ় রঙ বা ভিন্ন রঙে ঠোঁট রাঙান; তারা অত্যন্ত সাহসী বলে বিবেচিত। বিশেষজ্ঞদের দাবি, নিজের লক্ষ্যে তারা অবিচল৷

Related News