শাশুড়ির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন এই ৫টি সহজ উপায়ে! জেনেনিন

Written by News Desk

Published on:

শাশুড়ি-পুত্রবধুর সম্পর্ক মানেই দ্বন্দ্ব, এমন ভুল ধারণা সমাজে প্রচলিত। তবে এমন অনেক সংসার আছে যেখানে শাশুড়ি-পুত্রবধুর সম্পর্ক বন্ধুত্বময়।

তাই আপনিও যদি চান বিয়ের পর শাশুড়ির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, তাহলে কয়েকটি বিষয় মেনে চলুন-

>> মাঝেমধ্যেই একসঙ্গে রান্না করুন। একে-অপরের কাছে আসা যাবে। কীভাবে রান্না করবেন বা কীভাবে সবজি কাটবেন, তা নিয়ে আলোচনা করুন।

>> শাশুড়ির সঙ্গে মাঝেমধ্যে ঘুরতে বের হন। একসঙ্গে কেনাকাটা করুন। সময় পেলেই চা-কফি নিয়ে কিছুক্ষণ বসে গল্প করুন।

>> সময় পেলেই শাশুড়ি ছোটবেলার গল্প শুনতে চান। আপনার স্বামী কী খেতে ভালবাসেন, ছোটবেলায় কী করতেন এসব জানতে চান।

>> ছোটখাট বিভিন্ন বিষয়ে শাশুড়ির পরামর্শ নিন। শাশুড়িকে গুরুত্ব দিয়ে চলছেন এ বিষয় যেন শাশুড়ি টের পায়।

>> শাশুড়ি কী পছন্দ করেন, কোন কাজ করতে ভালোবাসেন সেসব বিষয় নিয়ে আলোচনা করুন। তার পছন্দ-অপছন্দের বিষয়গুলো মেনে চলুন। দেখবেন শাশুড়ি-পুত্রবধুর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে।

RS

Related News