গ্রীষ্মকালে কোন রঙের দেওয়ালে সাজাবেন ঘর? দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

ঘরের স্নিগ্ধতার অনেকটাই নির্ভর করে ঘরের দেয়ালের রঙের ওপর। দেয়ালের রং যত হালকা হবে, অন্দর তত প্রশস্ত মনে হবে। তাছাড়াও চলছে গ্রীষ্মকাল। গরমে বাইরে গিয়ে খোলা হাওয়া নেয়ার ও উপায় নেই। মন এবং ঘর শীতল রাখতে করতে পারেন ঘরের দেয়ালের সাজ বদল।

কোন কোন রঙে সাজাতে পারেন ঘর?

সাদা

সাদা শুভ্রতার প্রতিক। বেশি রঙিন দেওয়াল পছন্দ না হলে এটিই ভালো। যে কোনো রঙের আসবাব ভালো দেখায় সাদা দেয়ালে। আর ঘরের স্প্রেসও বেশি মনে হবে।

সবুজ

অন্দরসজ্জায় বিশেষ দেখা যায় না সবুজ রঙ। তবে সবুজের আমেজ আলাদা। এতে উজ্জীবিত হয়ে ওঠে মন। হাল্কা সবুজ দেওয়ালের সঙ্গে নানা রঙের আসবাব, পর্দা মানায়। নীলের সঙ্গে সবুজ মেলালে গ্রীষ্মকালে আসতে পারে আরামের ছোঁয়া।

হালকা নীল

চোখের উপর সহজ এবং অভ্যন্তরের যে কোনও স্টাইলের জন্য শান্ত ও সহজে-প্রেমে পড়ার রঙ হালকা নীল। হালকা নীল রঙ ঘরকে শীতল বায়ু অনুভব করতে পারে।

RS

Related News