জবা ফুলের গুনাগুন সম্পর্কে, জেনেনিন বিস্তারিত ভাবে

Written by News Desk

Published on:

কুয়াশাজড়ানো প্রকৃতিতে মোহনীয় সৌন্দর্যের অপুর্ব নৈসর্গিক দৃশ্য ভোরের জবা। মুক্তোর মত শিশিরবিন্দু জমে থাকা ফুলের গায়ে  সূর্যের আলো পড়ার পর এর সৌন্দর্য  আরো বৃদ্ধি পায়।

আমাদের দেশে এই ফুল রক্তজবা, জবা বা রক্ত কুশূম নামেই বেশি পরিচিত। এই ফুল গোলাপী, সাদা, লাল, হলুদ-নানা বর্ণের হয়। সাধারণত শোভাবর্ধক হিসাবে বাড়ির উঠানে বা ছাদে এই ফুলগাছ লাগানো হয়ে থাকে। মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই জবা।

সৌন্দর্যের পাশাপাশি এর গুণাগুণও কিন্তু অনেক।

অনেকেই অতিরিক্ত প্রস্রাবের সমস্যা ভোগেন। তারা এক চামচ জবা গাছের ছাল থেতো করা রস জলে মিশিয়ে পাঁচ-সাত দিন খেলে উপশম হয়।

যাদের চুল পড়ে যাচ্ছে তারা এই জবা ফুল দিয়ে হেয়ারপ্যাক বনিয়ে ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন। এছাড়াও চুল প্রাকৃতিকভাবে কালো করবে অকালে চুল পাকা বন্ধ করবে।

ত্বকের রুক্ষতা দুর করে উজ্জল ও সতেজ করতে জবা ফুল টনিক হিসেবে কাজ করে।

Related News