স্ট্রোকের পর দেখলেন করোনা পজিটিভ, বয়স্কদের কীভাবে নজরে রাখবেন?

Written by News Desk

Published on:

ওমিক্রন মৃদু ধাক্কা, এই ধারণা এখন অনেকের মনেই গেঁথে গিয়েছে। তৃতীয় ঢেউয়ের সময় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা আগের তুলনায় কম। তবে বয়স্ক ব্যাক্তিরা এখনও ঝুঁকিতে।
অনেক সময়ই পেটে যন্ত্রণা, বুকে ব্যথা, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি করার পর দেখা যাচ্ছে করোনা পজিটিভ।

তাই জ্বর এলেই টেস্ট করাতে হবে। অপেক্ষা করলে চলবে না। হালকা সর্দি-কাশি হলেও পরীক্ষা করাতে হবে।

বাড়ির প্রত্যেক সদস্যর ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন ৩-৪ বার মাপতে হবে। পালস রেট মাপতে হবে।

পরিমাণমতো খাওয়া-দাওয়া করছেন কিনা নজর রাখতে হবে।

অনেক সময় ঠিকমতো জল খাওয়া হচ্ছে না বলে, ডিহাইড্রেশনের সমস্যাও দেখা দিচ্ছে।

এই সমস্যাগুলির কোনওটিও দেখা দিলেই রোগীকে দ্রুত হাসপাতালে আনতে হবে। যত দেরি করবেন, সমস্যা বাড়তে পারে।

Related News