মশার যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে, জেনেনিন ঘরোয়া কিছু উপায়!

Written by News Desk

Published on:

মশা-মাছির উপদ্রব বেড়ে যায়। সেই অনুযায়ী, বেড়ে যায় রোগ-ব্যাধিও। এ সময় মশার ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে- নানা রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্ঠা করি আমরা। কিন্তু গাদা গাদা গাদা খরচ করেও অনেক সময় কোনো লাভ হয় না। তাহলে কিভাবে বাঁচা যায় মশার যন্ত্রণা থেকে? এ থেকে বাঁচতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়।

মশার যন্ত্রণা থেকে বাঁচতে কিছু ঘরোয়া উপায়ের কথা জানানো হলো। এগুলো হলো –

ঘরের কোণে কর্পূর রাখা

মশার ধুপ সারাদিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে।

ফ্যান চালানো

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে ফ্যান চালান। কারণ ঘরে জোরে ফ্যান চালিয়ে রাখলেও গায়ে খুব একটা মশা বসার সুযোগ পায় না। ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উড়তে পারে না।

জল জমতে না দেওয়া

বাড়ির আশেপাশে বেশি জল জমে থাকলে বাড়িতে মশাও বেশি হবে। ছাদের কোণে ব়ৃষ্টির জল জমছে কিনা খেয়াল রাখুন। বাথরুমে অহেতুক জল জমিয়ে রাখবেন না। যদি রাখতেই হয়, ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন। বাগান, বারান্দা বা ছাদে কোনো খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন। বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে জল জমে থাকছে কি না খেয়াল রাখুন।

Related News