Categories: বিনোদন

Sofia Ansari : সোফিয়া আনসারি শাড়িতে ‘সৌন্দর্য’ উজাড় করেছে, ছবি দেখে ভক্তরা দিশেহারা

সোফিয়া আনসারি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় নেটনাগরিকদের মাঝে। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেই ব্যক্ত করেন। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, তিনি একাধারে মডেল ও অভিনেত্রীও। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা রীতিমতো চোখে পরার মতো। তিনি প্রায়ই নিজের ছবি কিংবা ভিডিওর সূত্র ধরে চর্চায় থাকেন। বেশিরভাগ সময়ই বোল্ড লুকে দেখা মেলে সোফিয়ার। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার অপেক্ষাই রাখে না। সম্প্রতি নিজের সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসাবে নেটদুনিয়ায় কম সক্রিয় নন তিনি। ইনস্টার পাতায় ১০ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে তার। তার এক ঝলক পাওয়ার আশায় অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। অভিনেত্রীও যে তাদের নিরাশ করেন না, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের শেয়ার করে নেওয়া বেশ কিছু শাড়ি লুকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন একাংশের মাঝে। পাশাপাশি বলাই বাহুল্য, শাড়ি লুকে তার বোল্ডনেস আবারো ঘায়েল করেছে নেটজনতার একাংশকে।

এই মুহূর্তে অভিনেত্রীর একাধিক শাড়ি লুক ভাইরাল হয়েছে। যেখানে তিনি প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী রূপেই ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। বাস্তব জীবনের পাশাপাশি ক্যামেরার সামনেও অভিনেত্রী যে বেশ সাহসী, তা তার সোশ্যাল মিডিয়ায় পাতায় চোখ রাখলেই বোঝা যাবে।
বেশ কয়েকদিন আগে অভিনেত্রী নিজের একটি ঝলক শেয়ার করে নিয়েছিলেন, যেখানে অভিনেত্রীকে ছাই রঙের এক কালারের শাড়ির পাশাপাশি অফহোয়াইট ব্রালেটে দেখা গিয়েছিল। এদিন মানানসই কানের দুলে, নিউড মেকাপে, কখনো খোলা চুলে, আবার কখনো খোপা করেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। নিঃসন্দেহে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট।
সম্প্রতি তার এই ঝলক ভাইরাল হওয়ার পাশাপাশি তার আরও একাধিক শাড়ির ঝলক প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে সেইসমস্ত ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। বলাই বাহুল্য, সবমিলিয়ে এখন একাংশের মাঝে রীতিমতো চর্চিত অভিনেত্রী।
TT Desk

Recent Posts

ফুসফুস ভালো রাখতে কী খাবেন?

মানব শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো ফুসফুস। এর সাহায্যেই শরীরে পৌঁছায় অক্সিজেন। আর এই অঙ্গের সাহায্যেই অক্সিজেন মিশে যায় রক্তে।…

2 hours ago

ত্বকে অতিরিক্ত আঁচিল হওয়া কঠিন রোগের লক্ষণ নয় তো?

অনেকের ত্বকেই অতিরিক্ত আঁচিল দেখা দেয়। নারী-পুরুষ উভয়েরই আঁচিল হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঁচিল হওয়ার…

2 hours ago

ফ্যাটি লিভার ডিজিজ কী? এর লক্ষণই বা কী কী?

ফ্যাটি লিভারের সমস্যায় বর্তমানে অনেকেই ভুগছেন। ফ্যাটি লিভারের সমস্যা আবার দু’ভাবে বিভক্ত- অ্যালোহলিক ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি…

1 day ago

তালের শাঁসের যত স্বাস্থ্য উপকারিতা

তালের শাঁস বাজারে এখন বেশ সহজলভ্য। গরমেই ফলটির দেখা পাওয়া যায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। গরমে…

2 days ago

ডাবের পানির বিকল্প হিসেবে যে পানীয় পান করতে পারেন

গরমে সুস্থ থাকতে কমবেশি সবারই উচিত ডাবের পানি পান করা। কারণ এ সময় ডিহাইড্রেশনের হার বেড়ে যায়। তবে এই গরমে…

2 days ago

বাথরুমে টুথব্রাশ রাখলে কী হয়?

অনেকেই বাথরুমে টুথব্রাশ রেখে দেন। তবে বিশেষজ্ঞদের মতে, বাথরুমে টুথব্রাশ না রাখাই ভালো, কারণ এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে…

2 days ago