ঝড়ের গতিতে বাজারে প্রবেশ করল উন্নত ফিচার ও শক্তিশালী ইঞ্জিন নিয়ে Yamaha RD350, কেনার আগে জেনে নিন বিস্তারিত

Written by TT Desk

Published on:

এক সময় বাজারে ইয়ামাহার বিভিন্ন চাহিদা দেখা যেত। এখন আবারো Yamaha RD350 বাজারে আধিপত্য বিস্তার করতে আসছে। আপনিও এই বাইকটিতে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন। আপডেট হওয়া এই বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি অনেক দুর্দান্ত ফিচার যুক্ত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য।

Yamaha RD350 এর মধ্যে রয়েছে একাধিক স্মার্ট ফিচার। বাইকটিতে আপনি অনেক নতুন ফিচার দেখতে পাবেন। ডিআরএল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, ডুয়াল চ্যানেল এবিএস, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্লিপার ক্লাচ সহ এলইডি হেডল্যাম্প রয়েছে বাইকটিতে। এটাও সত্য যে রয়্যাল এনফিল্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইয়ামাহাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেট্রো বাইক আনতে হবে।

Yamaha RD350 এর ইঞ্জিন: বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। পুরানো ইয়ামাহা আরডি ৩৫০ তে একটি ৩৪৭ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন ছিল। এছাড়াও এই ইঞ্জিনটি ৪০ বিএইচপি পাওয়ার উত্পাদন করতে ব্যবহৃত হত। সেই সঙ্গে সেরা অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে ছয় স্পিড গিয়ারবক্স। এখন নতুন বাইকটি ফোর স্ট্রোক ইঞ্জিনের সাথে আসতে পারে বলে অনেকে মনে করছেন।

এই বাইকটি একটি আধুনিক ক্লাসিক হিসাবে পুনরায় চালু করা হবে বলে আশা করা হচ্ছে। বাইকটির দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে এই বাইকটির দাম ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে। এটি রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসি, হোন্ডা হেনেস সিবি ৩৫০, জাওয়া/ ইয়েজদির সাথেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

Related News