মাত্র ১০মিনিতে জানা যাবে আপনি ক্যান্সারের আক্রান্ত কি না, কীভাবে জানবেন দেখুন

Written by TT Desk

Published on:

শরীরে ক্যান্সারের কোষ আছে কিনা তা পরীক্ষা করা যাবে মাত্র ১০ মিনিটেই। এমনটিই জানিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

নেচার কমিউনিকেশন্স নামে একটি জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে-ক্যান্সার পরীক্ষায় মানুষের শরীরে বিদ্যমান ডিএনএর গঠন বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণের মাধ্যমে ক্যান্সারের বিষয়ে জানা যাবে। আর এ পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে আগের পদ্ধতির চেয়ে অনেক কম সময়ে ক্যান্সার শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তারা।

গবেষণাকারী প্রতিষ্ঠান কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট ট্রু এক বিবৃতিতে বলেন, ক্যান্সারযুক্ত ডিএনএ অণুগুলো সাধারণ অণুর চেয়ে একেবারেই ভিন্ন। ফলে থ্রিডি ন্যানোস্ট্রাকচারের পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে।

গোটা বিশ্বের বিজ্ঞানীরা ক্যান্সার শনাক্তের পদ্ধতি আবিষ্কারে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ঘোষণা দেন যে, তারা ‘ক্যান্সার সিক’ নামে রক্ত পরীক্ষার এক প

Related News