দেবীপক্ষের সূচনায় মা দুর্গার অবতারে প্রকাশ্যে হাজির হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, ভাইরাল মহালয়ার প্রমো

আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি দুর্গাপুজোর। গোটা একটাবছর জুড়ে প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকে এই পাঁচটি দিনের জন্য। আর পুজোর আগেই প্রতিটি চ্যানেলে দশভুজার বিভিন্ন রূপ দেখানো হয়। কিভাবে মা দুর্গা মহিষাসুরের হাত থেকে জগৎবাসীকে উদ্ধার করেছিল। আর এবার মা দুর্গার রূপ নিয়ে স্টার জলসার পর্দায় হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ইতিমধ্যেই জলসার অফিসিয়াল পেজ থেকে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।

পরণে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা চুলে একেবারে পরিপূর্ণ মা দুর্গার রূপ। এককথায় এই সাজে তাকে বেশ মানিয়েছে। সন্তান হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দুর্গা রূপে ধরা দেবেন কোয়েল। এর আগে ২০২১ সালে কবীরের জন্মের প্রথম বছরই তিনি দুর্গা রূপে হাজির হয়েছিলেন। এই অনুষ্ঠানটি প্রয়োজনা করছেন সুরিন্দর ফিল্মস। প্রমোর শুরুতেই কোয়েলকে (Koel) সতী রূপে দেখা যাচ্ছে।

যেকিনা কখনও বাগানে প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আবার কখনও জল নিয়ে খেলা করছেন। তারপরই তাকে তার পতি শিবের সঙ্গে কৈলাস পর্বতে দেখা যাচ্ছে। আর তারপরই ফুটে উঠেছে তার রনং দেহি মূর্তি। যথারীতি তার প্রতিটি রূপেই মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। সম্প্রতি এই নিয়ে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তিনি তুলে ধরেন তার ছোটবেলাকার স্মৃতি।

সকালে স্তোস্ত্রপাঠের আওয়াজে ঘুম ভাঙা থেকে শুরু করে মহালয়ার দিন দেবীর ত্রিনয়ন আঁকা সবই তিনি শেয়ার করেন। পাশাপাশি অভিনেত্রী বলেন যে, তখন তার কাছে পুজোর গভীরতা বোঝার ক্ষমতা ছিল না। যা এখন তিনি বুঝতে পারেন। পাশাপাশি নিজের এই দুর্গা রূপে অভিনয় করা প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। কোয়েলের (Koel) মতে তিনি যখন প্রতিবার এই চরিত্রে অভিনয় করেন তার মনে হয় নারিশক্তির আদর্শকে তিনি পর্দায় তুলে ধরছেন। একটা অদ্ভুত ধরণের শক্তি পান বলেই তিনি জানিয়েছেন।

এবারে কোয়েলের সঙ্গে মহাদেব রূপে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। ১৪ অক্টোবর ভোর ৫ টায় স্টার জলসার (Star Jalsha) পর্দায় দেখা যাবে দেবী রূপী কোয়েলকে। অনুষ্ঠানের নাম ‛যা দেবী সর্বভূতেষু’। এখন শুধু অপেক্ষার পালা।

TT Desk

Recent Posts

ক্যানসার হবে কি না জানতে পারবেন ৭ বছর আগেই

ক্যানসারের নাম শুনলেই কমবেশি সবাই আঁতকে ওঠেন। কঠিন এই ব্যাধি থেকে বাঁচতে সচেতনতা জরুরি। ক্যানসার রোগের আগাম খবর পেতে সারা…

17 hours ago

নেবুলাইজার কেন ব্যবহার করা হয়?

হাঁপানি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ ও অন্যান্য শ্বাসনালির সংক্রমণজনিত রোগ তীব্র আকার ধারণ করলে নেবুলাইজার ব্যবহার করা হয়। রোগী যখন ইনহেলারের…

1 day ago

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

2 days ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

2 days ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

2 days ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

3 days ago