খোলা মাঠে একে অপরের সাথে তুমুল লড়াইয়ে মত্ত বিশালাকার দুই কচ্ছপ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Written by TT Desk

Published on:

কচ্ছপ (Tortoise) কে সাধারণত শান্ত নিরীহ প্রাণী বলে আখ্যা দেওয়া হয়। কচ্ছপের কথা বলতেই, ছোটবেলার বইতে পড়া কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার কথাই সবার মাথায় আসে। এই থেকেই ধারণা কচ্ছপ যুদ্ধ কেন; দৌড়াতেও পর্যন্ত পারে না! কিন্তু এইবার ভাঙল সেই ভ্রান্ত ধারণা; দুই কচ্ছপের বিশাল লড়াই-এর ভিডিও সামনে এলো নেটিজেনদের।

ভাইরাল (viral) হওয়া এই ভিডিওতে দেখা গেছে দুটি বিশাল আকৃতির কচ্ছপ, নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এখানে ‘Galapagos’ প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া গেছে, যার ওজন প্রায় ৪১৭ কেজি। ছোট কচ্ছপের এত ওজন হতে পারে; তা সত্যিই অবাক করা! ভিডিওর শুরুতে দেখা যায়, দুজন দুজনের সামনাসামনি আসে। এরপর দুজন দুজনকে এমন ভাবে দেখতে থাকে যেন জঙ্গলের ‘পশুরাজ’ তারাই। এরপরই তীব্র লড়াইয়ে লিপ্ত হয় দুজন।

ভিডিওটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চা হলেও এটি প্রায় ১০ বছর আগেকার ভিডিও। ‘almoh22’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে বছর দশেক আগেই এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে ভিডিওটির ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ১.৭ লাখে।

Related News