আপনি যেভাবে শিশুকে বই পড়ার অভ্যাস করাবেন! বিস্তারিত জানতে পড়ুন

Written by News Desk

Published on:

আজকাল বেশিরভাগ শিশুই মোবাইল ফোনে আসক্ত। ট্যাব বা স্মার্টফোনের এ আসক্তি শিশুর মানসিক বিকাশে বাধা দেয়। শুধু তাই নয়, মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন শিশুর মস্তিষ্ক ও চোখেরও ক্ষতি করে। শিশুর হাতে মোবাইল না তুলে দিয়ে বই তুলে দিন। এতে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার শিশু। শিশুকে বইয়ে আগ্রহী করে তুলতে বাবা-মাকেই পালন করতে হবে মুখ্য ভূমিকা। জেনে নিন শিশুকে কীভাবে বই পড়ার অভ্যাস করাবেন।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে নিয়ে বই পড়ুন। শিশু যে বইয়ে আগ্রহ পায়, বেছে নিন সে বইটিই।

শিশুদের বই পড়ে শোনান। রাতে ঘুমের আগে গল্পের বই পড়ে শোনাতে পারেন।

অনেক সময় শিশু একই গল্প বারবার শুনতে চায়। বিরক্ত না হয়ে তাকে বারবার পড়ে শোনান।

বড় ও রঙিন ছবি দেওয়া বই তুলে দিতে পারেন শিশুর হাতে। সে আগ্রহী হবে।

লাইব্রেরি বা বুক শপে নিয়ে যান সন্তানকে। সেখানে সময় কাটান।

বন্ধুদের সঙ্গে বই পড়া বিষয়ক গ্রুপ তৈরি করতে বলুন। সবার পড়া বই নিয়ে আলোচনা করতে উৎসাহ দিন।

Related News