গবেষকরা সবচেয়ে সুখকর শব্দটির খোঁজ পেয়েছেন!

Written by News Desk

Published on:

ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর শব্দটির খোঁজ পেয়েছেন গবেষকরা। তারা জানাচ্ছেন, সবচেয়ে সুখকর শব্দটি হলো হাসি। তারপর রয়েছে- ‘সুখ’, ‘ভালবাসা’, ‘সুখী’, ‘হাসানো’, ‘হাস্যময়’, ‘চমৎকার’, ‘আনন্দ’, ‘সফলতা’, ‘জয়’, ‘রংধনু’।

ইসাবেল ক্লোউম্যানের নেতৃত্বে ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেন। গবেষকরা বহুল ব্যবহৃত ১০ হাজার ইংরেজি শব্দ নিয়ে কাজ শুরু করেন। বহুল ব্যবহৃত ইংরেজি শব্দগুলো পেতে তারা টুইটার, গুগল বুকস, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও গানের কথার আশ্রয় নেন।

সমীক্ষা অনুযায়ী, সবচেয়ে সুখকর শব্দটি ‘হাসি’। এরপর রয়েছে ‘সুখ’ আর সবচেয়ে কম সুখকর শব্দটি হলো ‘সন্ত্রাসী’।

Related News