গায়ে কাঁদা-মাটি মাখুন সাবান এর বদলে ,তারপর দেখুন ম্যাজিক

Written by News Desk

Published on:

সাধারণত শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাবান মেখে আমরা স্নান করি। অনেকেই ত্বক ভাল রাখতে, সুন্দর এবং টানটান রাখার জন্য আমরা সাবান ব্যবহার করি। তবে ইউরোপের ডাক্তাররা বলছেন ভিন্ন কথা। সাবানের বদলে গায়ে মাটি মাখার পরামর্শ দিচ্ছেন তারা। তাদের বক্তব্য, স্নান রোজ করছেন এটা খুবই ভাল। কিন্তু যে সাবান দিয়ে আপনি রোজ ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু মোটেই শরীরের জন্য শুভকর নই।

বিজ্ঞানীরা বলছেন, সাবান মানেই খার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে। কিন্তু রোজ আপনার শরীরে খার গেলে তা আপনার শরীরকে মোটেই চিরকাল ভাল রাখবে না। যার সুফল আজ টের পাচ্ছেন, তার অনকে বেশি কুফল কাল টের পেতে চলেছেন। তাদের পরামর্শ গায়ে মাটি মাখুন। ত্বক ভাল থাকবে। আগামীতেও ভাল থাকবে। মাটির থেকে ভাল গায়ে মাখার আর কিছু নেই। কিন্তু আপনি কি এখনই এসব মানবেন?

Related News