বাচ্চাকে প্রতিদিন যে প্রশ্ন অবশ্যই করা উচিত আপনার, জেনেনিন

Written by News Desk

Published on:

শিশুর বেড়ে ওঠা, তার মনোজগৎ সঠিকভাবে তৈরি হওয়া অনেকটাই নির্ভর করে মা-বাবার ওপর। শিশুকে সামলানোর জন্য সব মা-বাবারই ভিন্ন ভিন্ন কৌশল থাকে। কোনোটি ভুল নয়। কিন্তু সবকিছু আরও ভালো হয়, যদি তারা নির্দিষ্ট একটি প্রশ্ন প্রতিদিন শিশুকে করেন।

মনোবিজ্ঞানীরা বলছেন, দিনের শেষ ভাগে বাচ্চাদের এভাবে প্রশ্ন করা উচিত, ‘তুমি আজ কী কী করেছো?’ অথবা ‘কার সঙ্গে ভালো ব্যবহার করেছো?’

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এক অভিভাবক বলছেন, বাচ্চাকে এমন প্রশ্ন করে তিনি দারুণ ফল পেয়েছেন।

‘তুমি আজ কী কী করেছো?’- এমন প্রশ্নে ওই ব্যক্তির সন্তান এভাবে উত্তর দেয়, ‘তুমি আমাকে টেবিলে বসে সকালের নাশতা খেতে বলেছিলে। আমি তাই করেছি। তুমি খুশি হওনি?’

ওই ব্যক্তি এরপর থেকে প্রতিদিন এভাবে বাচ্চাকে প্রশ্ন করতে থাকেন। এতে বাচ্চার মনোজগৎ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে থাকে।

‘তুমি আজ কার কার সঙ্গে ভালো ব্যবহার করেছো?’- এই প্রশ্নটিও একই রকমভাবে কাজে দেয়। বাচ্চাকে প্রতিদিন প্রশ্নটি করা হলে সে সবার সঙ্গে বিনয়ী ব্যবহার করতে উৎসাহিত হয়। কেননা সে জানে স্কুল থেকে বাড়ি ফিরে তাকে বাবা অথবা মায়ের কাছে ভালো ব্যবহারের কথা বলতে হবে।

Related News