আপনার শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া ময়েশ্চারাইজার, জেনেনিন পদ্ধতি

Written by News Desk

Published on:

আসি আসি করছে শীত। এই মৌসুমে শীতল হাওয়ায় ত্বক হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। তাই এসময় সব ধরনের ত্বকে বিশেষ যত্ন প্রয়োজন। সম্প্রতি এক সংবাদমাধ্যম প্রাকৃতিক উপাদান দিয়ে শুষ্ক ত্বক উপযোগী ময়েশ্চারাইজার তৈরির পদ্ধতি জানিয়েছে। আজ থাকছে ময়েশ্চারাইজার তৈরির সেই পদ্ধতি-

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর মিশ্রণ

রঙ ও গন্ধহীন কার্বনের যৌগ গ্লিসারিন শুষ্ক ত্বক আর্দ্র করতে সহায়তা করে। এই গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও লেবু মিশিয়ে ময়শ্চাররাইজার তৈরি করা যায়। গোলাপ জলে আছে ফেনিলেথানল যা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের নানা সমস্যা দূর করতে সহায়তা করে। আর লেবুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর ময়শ্চারাইজার ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে।

তৈরির পদ্ধতি

এই ময়শ্চারাইজার তৈরিতে লাগবে ২০ মিলিলিটার গোলাপ জল, ৫ ফোঁটা গ্লিসারিন ও একটি লেবুর রস। পরিমাণমতো এই তিন উপাদান ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ময়শ্চারাইজার। ফ্রিজে ১ মাস সংরক্ষণ করা যায় এই মিশ্রণ।

যখন ত্বক বেশি শুষ্ক

ত্বক খুব বেশি শুষ্ক হলে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর তৈরি ময়শ্চারাইজারে যোগ করতে হবে একটি ভিটামিন ই-ক্যাপসুল।

Related News