মূলতানি মাটি অতিরিক্ত চুল পড়া রোধে যেভাবে ব্যাবহার করবেন দেখেনিন

Written by News Desk

Published on:

ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। যার কার্যকারিতাও চোখে পড়ার মতো। তবে জানলে অবাক হবেন যে, মুলতানি মাটি কেবল ত্বকের যত্নেই নয়, চুলের যত্নেও অতুলনীয়।

চুল পড়া বন্ধ করার পাশাপাশি বিবর্ণ চুল ঝলমলে করে মুলতানি মাটি। এছাড়াও চুলের অন্যান্য সমস্যার হাত থেকেও রেহাই পেতে সাহায্য করে জাদুকরী এই মাটি। চলুন তবে এর উপকারিতা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক-

রুক্ষ চুলের সমস্যা থেকে বাঁচতে

রুক্ষ চুল নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগান। আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

অতিরিক্ত চুল পড়া কমাতে

অতিরিক্ত চুল পড়া কমাতে ব্যবহার করুন মুলতানি মাটি। টক দই ও মুলতানি মাটির সঙ্গে গোলমরিচ গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

চুলের ডগা ফাটা কমাতে

চুলের ডগা ফেটে থাকলে চুল বেশি বাড়ে না। চুলের ডগা ফাটার সমস্যাও কমাবে মুলতানি মাটি। টক দই ও মুলতানি মাটির মিশ্রণ চুলে ভালো করে মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

খুশকির সমস্যা কমাতে

মুলতানি মাটি ব্যবহার করলে কমবে খুশকি। ১ টেবিল চামচ মেথি গুঁড়া ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রাখুন। তারপরে সেই মেথি বেটে নিয়ে তাতে ৫ টেবিল চামচ মুলতানি মাটি ও সামান্য লেবুর রস মেশান। মাথার ত্বকে এই মিশ্রণটি আধঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

চুলের বৃদ্ধির জন্য

চুল কেটেছেন সেই কবে, তার পরে আর যেন ঠিক ভাবে বাড়ছেই না চুল। সমাধান লুকিয়ে মুলতানি মাটিতেই। অ্যালোভেরা জেল, লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু করে নিন।

Related News