নিন ৪০-এর পর যৌন সম্পর্কে জড়ালে কোন কোন বিষয়ে নজর দিবেন

Written by News Desk

Published on:

প্রেম যে কেবল যুবক-যুবতীদের জন্য তা কিন্তু নয়। যেকোনো বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন। এমনকি বয়স চল্লিশ পেরিয়েও প্রেম আপনার জীবনে উঁকি দিতে পারে। এমন ঘটনা বিরল নয়।

তবে চল্লিশের পরে শরীরে বেশ কিছু বদল আসে। এই বয়সে এসে নতুন সম্পর্ক শুরুর আগে তাই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। বিশেষ করে নতুন কারো সঙ্গে যৌন সম্পর্কের শুরুর আগে কয়েকটি কথা খেয়াল রাখতেই হবে। চলুন জেনে নেয়া যাক সে বিষয়গুলো-

>> বেশি বয়সে অনেক পুরুষেরই বন্ধ্যত্বের সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। সেটি মাথায় রাখা উচিত।

>> যৌনতার বিষয়ে এক এক জনের এক এক রকম ইচ্ছা-অনিচ্ছা থাকে। নতুন সম্পর্কের গোড়াতেই সেই বিষয়ে পরস্পরের কাছে পরিষ্কার থাকা উচিত। কোনো কথা গোপন রাখা উচিত নয়।

>> পুরুষদের মনে রাখা উচিত, ৪০ বছরের পর থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমতে শুরু করে। ফলে যৌন সম্পর্কের উৎসাহ কমে যেতে পারে। এটি মোটেই অস্বাভাবিক নয়। নতুন সম্পর্কের আগে এই বিষয়টি মাথায় রাখা দরকার।

>> আগের সম্পর্কগুলোর চাওয়া পাওয়ার অবস্থা কী রকম ছিল? সেই সম্পর্কগুলিতে যৌনতা কেমন ভূমিকা পালন করত? বর্তমান সঙ্গী বা সঙ্গিনীকে কি সেই কথা জানাতে চান? তাহলে কোনো সংশয় রাখবেন না। সম্পর্কের গোড়াতেই স্পষ্ট ভাবে জানিয়ে দিন।b

Related News