নারী-পুরুষের মধ্যে ৫টি আশ্চর্যজনক মানসিক পার্থক্য! যা স্বাভাবিকভাবেই আপনাকে অবাক করবেই…..

Written by News Desk

Published on:

পৃথিবীতে সব মানুষই সমান হয় না।বিভিন্ন ধরণের মানুষ দেখা যায়।ঠিক সেরকমই নারী এবং পুরুষের মধ্যেও বিভিন্ন পার্থক্য দেখা যায়।যা স্বাভাবিকভাবেই আপনাকে অবাক করবে।মনস্তত্ত্ববিদদের ব্যাখ্যা অনুয়ায়ী, ছেলে ও মেয়ের ব্রেনের কাজ করার উপরেই মানসিক এই বিভেদ ঘটে। ‘সাইকোলজি টুডে’ নামে এক মেডিক্যাল ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ৫টি মানসিক পার্থক্য রয়েছে-

১. কোনো সিদ্ধান্ত নিতে গেলে, আবেগকে প্রাধান্য দেয় না পুরুষরা। কিন্তু, নারীরা আনুষঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়।

২.মজার কিছু হলে পুরুষরা হাসেন, কিন্তু নারীরা গোপনে হাসেন।

৩.পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয়, তাই তা পরিষ্কাররাখতে পছন্দ করে। কিন্তু, নারীরা মনে করে, গাড়ি পরিষ্কার করা আর জুতার তলা পরিষ্কার একই ব্যাপার।

৪. আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন নারীরা।

৫.মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় নারীদের।

Related News