A fish hook stuck in the throat তাহলে বের করুন এই পদ্ধতিতে

Written by News Desk

Published on:

বাঙালি মানেই মাছভক্ত তা কিন্তু এখন আর বলা যাবে না৷ মাছের সুস্বাদু সব পদ চেখে দেখতে ভোজনবিলাসীদের উৎসাহ দিন দিন বাড়ছেই৷ তবে কিছু কিছু খাবার একটু যত্ন নিয়ে সময় দিয়েই খেতে নাহলেই উলটো বিপদ৷

এই যেমন মাছের কথাই ধরুন৷ গলায় একবারও মাছের কাঁটা আটকায়নি এমন সংখ্যা বোধ হয় হাতে গোনা৷ আবার তার জন্য অনেককে দৌড়তে হয়েছে হাসপাতালেও৷ কিন্তু এমন বিপদ ঘটলে যাতে চটজলদি সেই কাঁটার যন্ত্রণা থকে মুক্তি পাওয়া যায় বা আটকে থাকা কাঁটাকে সরিয়ে ফেলা যায় তার জন্য রয়েছে সহজ সমাধান৷ আর তা কি জানেন?

১) প্রথমেই দলা দলা করে বা বল আকারে ভাত গিলে ফেলার চেষ্টা করতে হবে৷ অসুবিধা হলে সঙ্গে জল দিয়ে চেষ্টা করুন৷

২) ভাতে না হলে, হাতের কাছে কলা থাকলে তা খেয়েও চেষ্টা করে দেখতে পারেন৷

৩) কিন্তু উপরের দুটি উপায়েই সমাধান না হলে হাতিয়ার করুন কোল্ড ড্রিঙ্কস-কে৷ এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নাকি নরম করে দিতে পারে গলার কাঁটা৷

৪) আবার পাতি লেবু লবণ মাখিয়ে যদি তার রস চুষে খানে তাহলে কাঁটা নরম হয়ে যেতে পারে৷ ভিনিগারও কিন্তু লেবুর মতোই কাজ করে অনেকটা

Related News