দেখুন শীতে শিশুর জ্বর সারাবেন এই পানীয়র দ্বারা…

Written by News Desk

Published on:

শীতের এই সময় আমাদের ঋতু পরিবর্তনের জন্য প্রচুর ভুগতে হয় ।আর এইসময় শিশুদের মধ্যে বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ দেখা দেয়।হাঁচি-কাশি,ঠাণ্ডা, জ্বর, নাক দিয়ে পানি ঝরা,গলা ও বুক ব্যথা ইত্যাদি অতি সাধারণ অথচ ছোঁয়াচে রোগের প্রভাব বেশি দেখা যায় । তাই এই অসস্তির থেকে মুক্তি পাওয়ার উপায় জেনে নিন –

 

যা যা লাগবে : আদা কুচি, জলপাইয়ের তেল,মধু, ময়দা, টিস্যু পেপার, স্কসটেপ

যেভাবে বানাবেন : প্রথমে প্রয়োজন মতো মধু ও ময়দা এক সঙ্গে মিশিয়ে নিন। এবার এতে আদার কুচি এবং দু থেকে তিন ফোঁটা জলপাইয়ের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রিণটি সামান্য পরিমাণে টিস্যুতে নিয়ে পুটলি বানিয়ে নিন।

এটি বুকের সঙ্গে স্কসটেপ দিয়ে আটকে নিন। এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। তবে শিশুদের ক্ষেত্রে এটি সারারাত রাখবেন না।

Related News