দেখেনিন ,কোন খাবারগুলি খেলে, আপনি ফিট থাকবেন

Written by News Desk

Published on:

বিয়ের পর সবার জীবনেই শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন আসে। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যাওয়া, অন্যরকম জীবনযাত্রা, খাদ্যাভাসে পরিবর্তন বহুকিছুই দায়ী। এছাড়াও দীর্ঘদিন পর দুজনেরই যখন ঠিকানা বদল হয় তখন একটা মানসিক পরিবর্তনও আসে। মূলত হরমোনের পরিবর্তনই এর পেছনে দায়ী। তবে শরীর ফিট রাখতে কিছু পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। বিবাহিত জীবন উপভোগ করার পাশাপাশি কর্মক্ষেত্রেও তো নিত্য হাজিরা প্রয়োজন। কারণ শরীর ভালো না থাকলে নিজেদের মধ্যে ঠিক বোঝাপড়া থাকবে না। তাতে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও তার প্রভাব পড়ে শারীরিক সম্পর্কেও। তাহলে কী কী রাখবেন আপনার প্রতিদিনের খাদ্যতালিকায়।

ডিম- শরীরেরদুর্বলতা, ক্লান্তি দূর করতে ডিমের জুড়ি নেই। তাই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অবশ্যই রাখবেন। পারলে ডিম সেদ্ধ করে খান।

দুধ- সকলেই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চান। অনেকেই মনে করেন দুধ মোটেই শরীরের পক্ষে ভালো নয়। কিন্তু মাখন তোলা দুধ খান, প্রতিদিন। এতে প্রয়োজনীয় খনিজ, ভিটামিন থাকে।

মধু- সকালে গরম জলের সঙ্গে পাতিলেবুর রস আর মধু খান। এতে ত্বকও ভালো থাকবে।

রসুন- রসুন ক্লান্তি দূর করে। যৌন উদ্দীপনা ধরে রাখে। এছাড়াও শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখে।
কফি- কফির মধ্যে থাকা ক্যাফাইন শারীরিক মিলনের ইচ্ছা জাগায়। তাই কফি অবশ্যই খান। ব্ল্যাক কফি খেতে পারলে আরও ভালো।

চকোলেট- চকোলেট মানেই ভালোবাসা। আর প্রেম ও সেক্সের সঙ্গে চকোলেটের অন্য সম্পর্ক রয়েছে। তাই চকোলেট খান এবং ভালোবেসে খান।

কলা- কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের যৌনরস উৎপাদন বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও। যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা দেহের শক্তি বৃদ্ধি করে। ফলে দীর্ঘসময় ধরে দৈহিক মিলনে লিপ্ত হলেও আপনার ক্লান্তি আসবে না

Related News