প্রিয়জনের ভালো ও মন্দ এখন নাক দেখেই সহজে বুঝেনিন

Written by News Desk

Published on:

কথায় বলে, মুখ দেখেই চেনা যায় একজন মানুষের চরিত্র কেমন হবে। মূলত প্রতিটি মানুষেরই ভালো ও মন্দ দুটি দিক থাকে। তবে তা অন্যের কাছে প্রকাশ পাওয়াটা কঠিন। কারণ ভালো দিকগুলো সামনে এলেও গোপন থাকে মন্দ দিকগুলো। যা কেউই প্রকাশ করতে চায় না।

তবে জানলে অবাক হবেন যে, একজন মানুষের নাক দেখেই আপনি বুঝতে পারবেন তার চরিত্র কেমন। একেক মানুষের নাক একেক আকৃতির হয়ে থাকে। সেই আকৃতি অনুযায়ী তার স্বভাবও হয়ে থাকে। সোজা, চওড়া, বাঁকা, চ্যাপ্টা না মাংসল? নাকটা ঠিক কেমন? ব্যস, নাকের দিকে একটু খেয়াল করুন, আর জেনে নিন সামনের মানুষটি কিংবা আপনার প্রিয়জনের ভালো ও মন্দ দিক। তবে মনে রাখবেন শুধু নাক দেখেই একটা মানুষকে বোঝার চেষ্টা করাটা ভুল। কারণ লক্ষণশাস্ত্র সব সময়ে মেলে না। তবে একটা ধারণা অবশ্যই পাবেন। চলুন এবার জেনে নেয়া যাক নাক দেখে ভালো-মন্দ বোঝার উপায়-

সোজা নাকের ভালো দিক

> মানুষকে সবসময় কাজে উৎসাহ জোগায়।

> নিজেকে এবং নিজের চারপাশটা খুব গোছানো রাখতে ভালোবাসে।

> যে কোনো কাজ উৎসাহ নিয়ে করে।

> এদের মাথা অসম্ভব রকমের ঠাণ্ডা হয়।

সোজা নাকের খারাপ দিক

> প্রেমে প্রতারণা করার সম্ভাবনা থাকে।

> কোনো কাজেই প্রত্যাশা অনুযায়ী ফল পায় না।

> নিজে ভুল করলে অন্যকে দোষ দেয়ার প্রবণতা থাকে।

বাঁকা নাকের ভালো দিক

> এরা যে কোনো ব্যাপারেই বিদ্রোহী হয়।

> সব ব্যাপারেই ব্যতিক্রমী ভাবনা তুলে ধরে।

> যে কোনো কিছুই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে।

বাঁকা নাকের খারাপ দিক

> প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।

> মানুষ চিনতে ভুল করে।

> নিজের কাজ অপরের উপরে চাপিয়ে দিতে ভালোবাসে।

মাংসল নাকের ভালো দিক

> সব বিষয়েই দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

> কোনো কাজের দায়িত্ব পেলে দ্রুত শেষ করতে পারে।

> পছন্দের কাজ পেলে মন দিয়ে এবং উৎসাহ নিয়ে করে।

মাংসল নাকের খারাপ দিক

> দ্রুত কাজ করলেও তাতে প্রচুর ভুল থাকে।

> সব ব্যাপারেই একরোখা।

> অপরকে ভুল বোঝার প্রবণতা থাকে।

চওড়া নাকের ভালো দিক

> এদের মধ্যে জন্মগতভাবে নেতা হওয়ার লক্ষণ থাকে।

> অসাধারণ ব্যক্তিত্ব হওয়ায় অপরকে দিয়ে কাজ করাতে পারে।

> কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে।

চওড়া নাকের খারাপ দিক

> প্রিয়জনদের প্রতি দুর্বল মনোভাব পোষণ করে থাকে।

> কিছুতেই অপরের নেতৃত্ব মেনে নিতে পারে না।

> নিজের দোষ অপরের উপরে চাপিয়ে দিতে পারে।

চ্যাপ্টা নাকের ভালো দিক

> এদের মধ্যে মায়া, দয়া বেশি হয়ে থাকে।

> এরা অপরকে ভালোবাসতে পারে।

> যে কোনো কাজে উদ্যমী হয়।

> আশাবাদী স্বভাবের হয়।

চ্যাপ্টা নাকের খারাপ দিক

> কাজের মাঝপথে গিয়ে অনেক সময়ে খেই হারিয়ে ফেলে।

> মানুষ চিনতে ভুল করে এবং আঘাত পায়।

> অগ্র পশ্চাৎ না ভেবে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে

Related News