দেখেনিন একঝলকে চুল থেকে চুইংগাম ছাড়ানোর কৌশলগুলো

Written by News Desk

Published on:

ছোটদের বা বড়দের চুলে চুইংগাম লাগতেই পারে! কিন্তু চুলে চুইংগাম একবার লেগে গেলে তা ওঠানো রীতি মতো সমস্যার। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় থাকে না!

এর পর অসমান দৈর্ঘ্যের সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছু দিন। কিন্তু এই সহজ পদ্ধতি জানা থাকলে এত ঝক্কি আর পোহাতে হবে না আপনাকে। খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়াতে পারবেন। আর তার জন্য প্রয়োজন একটু লবণ আর কয়েক টুকরা বরফ।

চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না। তাতে সেটা আরও বেশি করে চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন। লবণ জল দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরা ঘষতে থাকুন।

লবণ জলের প্রভাবে বরফ গলতে সময় লাগবে। ফলে বরফ ভালভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরাটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করতে হবে না!

এ ছাড়াও চুলের চুইংগাম আটকে থাকা অংশটি বাজারে উপলব্ধ যে কোনও বেশি ঝাঁজ-যুক্ত কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।

Related News