স্বাস্থ উপকারীতায় শীতের ফল আঙুরের ভূমিকা

Written by News Desk

Published on:

চুলের যত্নে : যদি আপনার চুলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তবে সে ক্ষেত্রে খেতে পারেন আঙ্গুর।

চোখের ক্ষেত্রে : চোখ ভালো রাখতে কার্যকর এই ফল। বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো ওষুধ হল এই আঙ্গুর।

মাথাব্যথা দূর করে : হঠাৎ করে শুরু হওয়া মাথাব্যথা দূর করতেও আঙ্গুরের তুলনা হয় না। এতে করে মাথাব্যথায় কিছুটা আরামবোধ হয়।

রক্ত সঞ্চালনে : আঙ্গুরের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্টস বিদ্যমান থাকে, যা নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে।

কিডনি ভালো রাখে : আঙ্গুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে। সেই সঙ্গে কিডনির রোগব্যাধির বিরুদ্ধেও লড়াই করে।

Related News