জিন্স প্যান্ট কিভাবে ধোয়া উচিত আপনার কি সেই কৌশল জানা আছে ,না জানলে জেনেনিন

Written by News Desk

Published on:

নিত্য ব্যবহার্য পোশাকের অন্যতম জিনসের আবির্ভাব বিশ্বযুদ্ধের সময়। মার্কিন সেনাদের পোশাক তৈরিতে ব্যবহার শুরু হয় জিনসের। এখন তো ফর্মাল অনুষ্ঠানেও ব্যবহার হতে দেখা যায় জিনসের। তবে, মূলত ক্যাজুয়াল ও রাফ ইউজের জন্য জিনসের জুড়ি নেই। ফলে এটি চাকচিক্যও হারায় দ্রুত। তবে ধোয়ার সময় কিছু কৌশল অবলম্বন করলে বারবার ব্যবহারের পরও জিনস থাকবে নতুনের মতো।

জিনস ধোয়ার কৌশল:

১. অনেকে কাপড় ধোয়ার জন্য গরম জল ব্যবহার করে থাকেন। তবে, জিনস ধোয়ার জন্য ঠাণ্ডা জল ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করা যাবে না।

২. অত্যধিক ক্ষারযুক্ত সাবানে জিনস কাচবেন না। এতে রঙ ফিকে হয়ে যাবে। তাই ক্ষারযুক্ত সাবান বাদ দিয়ে মৃদু সাবানে ধুয়ে নিন জিনস।

৩. কিছুক্ষণ সাবান-জলে ভিজিয়ে তারপর হালকা করে ঘষে তুলে নিন জিনসের নোংরা।

৪. কাচাকুচির পর জিনস নিংড়াবেন না। বরং টানটান করে জল ঝরাতে মেলে দিন। খানিকক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন।

৫. রঙ টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন। কাচার সময়ও উল্টো করে কাচুন।

৬. জিনসের পায়ের ফোল্ডে ময়লা জমে, তাই ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন ফোল্ড।

Related News