শরীরে বাড়তি চর্বি কমানোর কয়টি সহজ টিপস ,দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

বাড়তি চর্বি শরীরের জন্য মোটেও ভালো নয়। শরীরে বাড়তি চর্বি থাকলে অবশ্যই তা কমিয়ে ফেলতে হবে। কারণ এই বাড়তি চর্বির কারণে শরীরে অনেক রোগ বাসা বাধে।
অনিয়মিত পার্টি পিকনিক থেকে জাঙ্ক ফুডে আসক্তি এই বাড়ি চর্বি বাড়ার কারণ। আর ব্যস্ততার কারণে শরীরচর্চা করতে পারেন না অনেকে। ফলে জমে যায় বাড়তি চর্বি।
তবে প্রতিদিনের মাত্র ৫ মিনিটের অভ্যাস কমাতে পারে আপনার এই বাড়তি চর্বি।

আসুন জেনে নিই কীভাবে এই অভ্যাস করবেন?

অনান্য যোগার চেয়ে অত্যন্ত সহজ উপায় বাড়িতে নিজে নিজেই অভ্যাস করতে পারেন।

১. চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়াবেন।

২. দাঁড়ানোর সময় হাত দুটো একদম সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিন। এভাবে প্রতিদিন পাঁচ মিনিট করে অভ্যাস করুন।

উপকারিতা

১. কোমর ও পায়ের পেশিকে শক্ত-সমর্থ করে।

২. হাঁটাহাঁটিতে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয়, তার চেয়েও বেশি ফ্যাট ঝরে এই ব্যায়াম করলে।

৩. দীর্ঘদিন ধরে এই ব্যায়াম অভ্যাসের ফলে দূর হয় পেশিতে টান, গাঁটে ব্যথা।

৪. পেশির জোর বাড়ানোর পাশাপাশি বৃদ্ধি ও ভরকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয় এই ব্যায়াম করলে।

৫. শরীরের গঠন, পিঠ ও কোমরের আকার ও শরীরে নানাবিধ সমস্যা দূর করবে এই ব্যায়াম।

৬. শরীরের ক্ষতিকর চর্বি গলিয়ে ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি থেকে শরীরকে অনেকটাই দূরে রাখে এবং শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।b

Related News