শীতের গরম কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার সহজ কৌশল, জেনেনিন আপনিও

Written by News Desk

Published on:

শীতে শরীর গরম রাখতে এবং ঠাণ্ডার হাত থেকে বাঁচতে ভারী কাপড় পরতেই হয়। তবে একেকদিন একেকটি সোয়েটার বা জ্যাকেট তো পরছেন। ধোয়ার সময়ই বাঁধে যত বিপত্তি। একেকটি কাপড় একেকরকম হওয়ায় ধোয়া খুবই ঝামেলার। এছাড়াও উলের কাপড় হলে তো আরো সমস্যা। এছাড়াও হাতে পরিষ্কার করতে হয় এই কাপড়গুলো।

ওয়াশিং মেশিনে গরম কাপড় ধোঁয়া একটি সমস্যাই বটে। কেননা এতে কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে খু সহজেই ওয়াশিং মেশিনে শীতের কাপড়গুলো ধুয়ে নিয়ে পারবেন।

সমান মেঝেতে মেঝের সঙ্গে সমান্তরাল করে ওয়াশিং মেশিন বসান।

হালকা ও রঙিন কাপড় আলাদা ধুয়ে নিন।

> মালটিপারপস ডিটারজেন্ট কিনুন, যাতে সেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে দাগও ওঠে আবার পোশাকেরও ক্ষতি না হয়।

কাপড় দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন কোনো ধাতব কিছু না থাকে

> খুব ছোট কাপড় যেমন মোজা মেশিনের ভেন্টে আকটে যেতে পারে, তাই এগুলো দেবেন না।

> জামাকাপড় পরিষ্কারের পর ওয়াশিং মেশিন ভালো করে ধুয়ে ফেলুন।

একসঙ্গে অনেক কাপড় দেবেন না।

> স্বাভাবিক জলে শীতের কাপড়গুলো ধুয়ে নিন। গরম জলে কাপড়ের ক্ষতি হতে পারে।

> অনেকেই ওয়াশিং মেশিন থেকে অস্বাভাবিক আওয়াজ হলে গুরুত্ব দিয়ে ঠিক করিয়ে নিন

> কোন কাপড়ে কি পরিমাণ সাবান প্রয়োজন হয় জেনে নিন

কিছু কাপড় থাকে ওয়াশিং মেশিনে ধুতে বারণ করা হয়, এগুলোও জেনে নিন

> সুইচগুলো কোনটার কাজ কী জানুন।

Related News