আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ান, মেথির এই প্যাক দিয়ে! জেনেনিন তার পদ্ধতি

Written by News Desk

Published on:

আমরা অনেকেই জানি যে মেথি চুলের যত্নে খুবই উপকারি। তবে এটি যে ত্বকের যত্নেও সমানভাবে কার্যকর সেটা হয়তো অনেকেরই অজানা। মেথির আর টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
মেথি শাক ও মেথি বীজ শরীরের রক্ত শোধন করে, ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তোলে। সুতরাং ত্বক ও চুলের যত্নের পাশাপাশি মেথিকে রাখুন আপনার খাদ্যতালিকায় এবং প্রতিদিন ত্বককে করে তুলুন আরো সুন্দর, আরো প্রাণবন্ত। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ব্যবহার সম্পর্কে-

যা যা লাগবে: মেথি এক টেবিল চামচ, টক দই দুই টেবিল চামচ।

যেভাবে ব্যবহার করবেন: প্রথমে মেথি গুঁড়া করে নিন। এবার মেথি গুঁড়ার সঙ্গে টক দই মিশিয়ে নিন। তারপর মুখে ও গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ভালো ভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। এই প্যাকটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

Related News